- বিনোদন
- নাইটক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী, পালালেন বাদশা
নাইটক্লাব থেকে গ্রেপ্তার ঋত্বিকের প্রাক্তন স্ত্রী, পালালেন বাদশা

সুজান খান ও বাদশা
মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানকে। এ সময় পালিয়ে গেছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা।
করোনায় স্বাস্থ্যবিধি না মেনে ক্লাবে পার্টি করায় মুম্বাই পুলিশ সুজান খানকে গ্রেপ্তার করে। এ সময় ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে স্বাস্থ্যবিধি না মেনে চলছিলে ওই পার্টি। সেখানে অভিযান চালায় পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে পুলিশ ওই অভিযান চালায়।
ড্রাগন ফ্লাই ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তবে তারা তিনজনই জামিনে মুক্ত আছেন।
রিপাবলিক টিভি জানায়, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হন।
করোনার রাতে করোনার জন্য কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। কিন্তু নিয়ম অমান্য করে খোলা ছিল ড্রাগন ফ্লাই ক্লাব ক্লাব।
মন্তব্য করুন