ভয়ংকর ‘দ্য এক্সরসিস্ট’র সিক্যুয়েল আসছে বাংলাদেশে

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৩:৪১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৪:০০
১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য এক্সরসিস্ট’কে স্রেফ ভৌতিক সিনেমার তকমা দিলে বড় ধরনের ভুল হবে। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল সিনেমাটি। এটিই প্রথম হরর সিনেমা যা সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পায়। দুটি অস্কার জিতে হরর সিনেমার মর্যাদা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল এই কালজয়ী সৃষ্টি।
‘দ্য এক্সরসিস্ট’র সাফল্যে পরবর্তীতে এই সিরিজের বেশ কয়েকটি সিক্যুয়েল নির্মিত হয়, কিন্তু কোনোটিই প্রথম পর্বের সমতুল্য জনপ্রিয়তা পায়নি। এবার পর্দায় এসেছে ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হল- ২৭ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
১৯৭৩ সালে গোটা পৃথিবী ভয়ে শিউরে উঠেছিল ‘দ্য এক্সরসিস্ট’ দেখে। সেই ছবিরই সরাসরি সিকুয়েল এই ছবি। এক্সরসিস্ট ফ্র্যাঞ্চাইজির এটা ষষ্ঠ ছবি। ছবির পরিচালক ডেভিড গর্ডন গ্রিন। গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’।
এই ছবিতে একটি নয়, দুটি কিশোরীর মধ্যে একই সঙ্গে অপশক্তির ভর হয়। আর তারপর শুরু হয় নানা অদ্ভুতুড়ে ঘটনা। অ্যাঞ্জেলা ও ক্যাথরিন নামের দুটি মেয়ে যেন ক্রমেই সম্পূর্ণ অন্য দুই অস্তিত্বে পরিণত হতে থাকে।
ছবিতে দেখা মেলে ক্রিস ম্যাকনেলের। সেই প্রেতাবিষ্ট কিশোরী রেগানের মা। তিনি সাহায্য করতে এগিয়ে আসেন অ্যাঞ্জেলা ও ক্যাথরিনকে। পরে এক দৃশ্যে রেগানেরও দেখা মেলে।
- বিষয় :
- দ্য এক্সরসিস্ট