রাশমিকার অশ্লীল ভিডিও ভাইরাল, সরব হলেন অমিতাভ

অমিতাভ বচ্চন ও রাশমিকা মান্দানা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:৫৫ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:২১
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিও নিয়েই এখন চলছে জোর চর্চা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চনও।
সম্প্রতি ওই ভিডিওটি নিয়ে ভারতীয় এক সাংবাদিক ভিডিওটি তার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। কিন্তু এটি ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’
সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’ রাশমিকার এ ভিডিও নিয়ে জোর চর্চা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। অমিতাভের টুইটের বিপরীতেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।
রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।