- বিনোদন
- পাত্র খুঁজে পাচ্ছেন না পায়েল
পাত্র খুঁজে পাচ্ছেন না পায়েল

ফাইল ছবি
বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘দিদি নং ১’-এর বিশেষ পর্বে হাজির হয়েছেন টলিউডের চার জনপ্রিয় মুখ পায়েল সরকার, তনুশ্রী, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টলিউডের একসময় ঝড় তোলা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
এতে উঠে আসে অভিনেত্রীদের জীবনের সব মজাদার গল্প। সেখানেই পায়েল জানান, তোমার খোঁজার কথা ছিল, খুঁজেছ?’ যদিও রচনা বলে ওঠেন, তারা দু'জনেই একই এলাকায় থাকেন, তাই যা ছেলে তিনি দেখেন সেই ছেলেও পায়েল দেখেন। তাই নাকি অভিনেত্রী এখনও কাউকে খুঁজে পাননি।
এরপর রচনা উপদেশ দেন, যদি দেশে ভালো পাত্র না পাও তাহলে বিদেশে গিয়ে পাত্র খুঁজো। এর উত্তরে এ অভিনেত্রী জানান, লকডাউনের পরে বাইরে গিয়ে প্রচুর শ্যুটিং করেছেন তিনি তবে পাত্র খুঁজে পাচ্ছেন না। তবে পায়েলের কথায়, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে চান। একে অপরকে বিশ্বাস করবেন, এমন মানুষ চান তিনি।
এরপরই অভিনেত্রী পায়েল জানান, তিনি কতটা সংসারী। তার ভাষ্য, তিনি নাকি খুব চাপে না পড়লে ঘরের কাজ করতে অভ্যস্ত নয়। লকডাউনে চাপে পড়ে ঘরের কাজ একা করতে হয়েছে তাকে।
অবশ্য অভিনেত্রী সবার সামনে স্বীকার করেন, তিনি এখনও রান্না করতে পারেন না। খুব বাজে রাঁধুনি তিনি। লকডাউনে বেশিরভাগ সময় নাকি খাওয়ার সেদ্ধ করে খেতেন। নয়তো মাইক্রোওয়েভ ছিল তার ভরসা। সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন