- বিনোদন
- সালমানকে নারী বিদ্বেষী বললেন পরিচালক প্রীতিশ
সালমানকে নারী বিদ্বেষী বললেন পরিচালক প্রীতিশ

বলিউড তারকা সামমান খানকে ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন প্রখ্যাত পরিচালক প্রীতিশ নন্দী। উপস্থাপক হিসেবে বিভিন্ন মন্তব্যকে বিচার করে প্রযোজকের মনে হয়েছে, ‘সালমান আদতে একজন নারীবিদ্বেষী’।
সম্প্রতি এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন বলিউডের এই পরিচালক।
টুইটে তিনি জানিয়েছেন, সালমানকে নিয়ে আমার আমার অসুবিধা হচ্ছে। আমার প্রিয় দুই প্রতিযোগী রুবিনা দিলায়ক ও নিকি টম্বোলির প্রতি অন্যায় আচরণ করছেন তিনি। এর মাধ্যমে অনেক দর্শকের মনে প্রভাব পড়তে পারে। দেশে সলমানের ভক্ত তো কম নেই।
শেষে সালমানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘নারীবিদ্বেষী হবেন না’।
সম্প্রতি ‘বিগ বস’-এ রাখির কীর্তিকলাপে ঝড় বয়ে যায় অনলাইনে। অভিনব শুক্লার পাজামার দড়ি টানার কারণে রুবিনা-অভিনব-সহ নেটাগরিকদের এক অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন রাখি সাওয়ান্তের প্রতি। কিন্তু রুবিনার প্রতি সালমানের পরামর্শ ছিল, ‘অকারণে ঘটনাটিকে বেশি বাড়িয়ে তুলবেন না’।
পাশাপাশি নিকিতাকে ‘অসভ্য’ বলে অপমান করেছিলেন সালমান। এই দুই ঘটনার জেরে তার ব্যবহারের দিকে আঙুল তুললেন প্রীতিশ নন্দী। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানাননি দাবাং খ্যাত এই তারকা। সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন