বলিউড তারকাদের ব্যাগ হোক কিংবা জুতো—সবকিছু নিয়েই সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। অনেক সময় এই তারকাদের ব্যবহার করা জিনিসের দাম শুনে চোখ কপালে উঠে যায়। সম্প্রতি এ অভিনেত্রী তার প্রিয় বান্ধবী অমৃতা আরোরার জন্মদিনের পার্টিতে হাজির হন তিনি।

রোববার কাফতান পোশাকের সঙ্গে কারিনা যে ক্যাসেট ব্যাগকে নিজের ফ্যাশনের অঙ্গ হিসেবে ব্যবহার করেন, তা দেখে অনেকে বিস্মিত হন।

জানা যায়, অমৃতার জন্মদিনের পার্টিতে কারিনা যে ব্যাগ নিয়ে সেখানে হাজির হন, তার দাম কমপক্ষে দুই লাখ ২০,৯৬৮ টাকা। কি শুনে অবাক লাগছে ! শুধু তাই নয়, কারিনা যে পোশাক পড়ে পার্টিতে এসেছিলেন তার দাম ২৪ হাজার রুপি। প্রিয় বান্ধবী অমৃতার জন্মদিনে প্রায় ৩ লক্ষের পোশাক এবং ব্যাগ ছিল কারিনার সঙ্গে।  

এর আগে রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, দিশাসহ একাধিক বলিউড তারকার ব্যাগ, জুতো বা পোশাকের দাম শুনে অবাক হতে হয়েছে।

দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েও লাল সিং চাড্ডার শুট থেকে শুরু করে বিজ্ঞাপনের কাজ, সবকিছু সাবলীলভাবে চালিয়ে যাচ্ছেন কারিনা কাপুর খান। এমনকী, এখনও পর্যন্ত নিয়মিত নিজের রেডিও শোয়ের কাজও করে যাচ্ছেন তিনি। সূত্র: জিনিউজ