- বিনোদন
- টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা
টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

করোনাভাইরাসের টিকা নিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। সোমবার দুপুর ১২টায় সংসদ ভবন চত্বরে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন সুবর্ণা। তিনি লিখেছেন, “ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো আমার। জনগণের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। জয় বাংলা।”
সুবর্ণা মুস্তাফা ক্যারিয়ারের শুরু করেন মঞ্চে অভিনয় করার মাধ্যমে। এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন তিনি। অভিনয় করেছেন ঘুড্ডি, নয়নের আলো, নতুন বউ, গহীন বালুচরে, হেডমাস্টারসহ কয়েকটি চলচ্চিত্রে।
২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি তিনি।
মন্তব্য করুন