আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসের সন্ধ্যায় প্রকাশ হচ্ছে কর্নিয়ার কন্ঠে 'খেয়ালী মন' গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের সুর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। 

মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে কক্সবাজার, রাংগামাটির মনোরম লোকেশনে।

গানটি নিয়ে কর্নিয়া বলেন, 'প্রথমত গানের কথাগুলো আমার ভালো লেগেছে। এরপর হৃদয় হাসিন যখন গানটির সুর করলেন, তখন তা শোনার পরই সিদ্ধান্ত নিয়েছি এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।' কর্নিয়া আরও জানান, এখন থেকে নিয়মিত তার এই চ্যানেল থেকে গান প্রকাশ হবে।