- বিনোদন
- শাকিব-বুবলীর 'লিডার', পরিচালনায় তপু খান
শাকিব-বুবলীর 'লিডার', পরিচালনায় তপু খান

ভক্তদের সুখবর জানালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। ছবিটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন আলোচিত নায়িকা শবনম বুবলী।
ছবিটির মাধ্যমে প্রথমবার সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা তপু খান। মূলত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা তিনি। নাটক, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ সবমিলিয়ে প্রায় চার শতাধিক কনটেন্টেনের নির্মাতা তিনি।
ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)।
ছবিটি নিয়ে শাকিব খান বলেন, দারুন এক গল্পের ছবি এটি। একেবারে নতুন কনসেপ্টে। ছবিটি মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগাবে। ছবিটির অ্যারেঞ্জেমেন্ট ও পরিকল্পনা এই সময়কে মাথায় নিয়ে করা। আশা করি ছবিটি সবার প্রত্যাশা পূরণ করতে পারবে।'
নির্মাতা জানিয়েছেন, আগামী ২০ মার্চ থেকে টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ছবিটির শুটিং।
প্রজেক্ট ড্রিম প্রজেক্ট উল্লেখ করে পরিচালক বলেন, 'প্রত্যেক নির্মা্তার স্বপ্নের শেষ পরিধি হচ্ছে সিনেমা নির্মাণ করা। আমারও। সেই স্বপ্নে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো এটা ছিলো আমার অনেক দিনের প্রত্যাশা। সেটা এবার বেঙ্গল মাল্টিমিডিয়ার কল্যানে পূরণ হচ্ছে। এবার আমার চেষ্টার সেরাটা দেওয়ার পালা। আমির আমার দিক থেকে ভালো সিনেমা বানানোর চেষ্টার কোনো কমতি রাখবো না।'
মন্তব্য করুন