- বিনোদন
- আনন্দের এক ছবির জন্য অক্ষয় নেবেন ১৪০ কোটি রুপি
আনন্দের এক ছবির জন্য অক্ষয় নেবেন ১৪০ কোটি রুপি

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার। অক্ষয় সিনেমা মানেই কোটি রুপির ছড়াছড়ি।
সম্প্রতি গুঞ্জন উঠে, চিত্রনির্মাতা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবির জন্য ১২০ কোটি রুপি বা ১৪০ কোটি রুপি নিচ্ছেন। ভারতের গণমাধ্যমে এই খবরের সত্যতা উঠে এসেছে। এই বলিউড তারকা আনন্দের সঙ্গে তিনটি ছবি করতে চলেছেন।
‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ছবিটির দ্বিতীয় ভাগের শুটিং। অক্ষয়–সারা আলী খানা ছাড়া এই ছবিতে আছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুস। ইতিমধ্যে আনন্দের ‘আতরঙ্গি রে’ আর ‘রক্ষাবন্ধন’ ছবির কথা প্রকাশ্যে এসে গেছে। তবে এই তিন ছবির তৃতীয় ছবিটির বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি।