- বিনোদন
- ক্যানসারে আক্রান্ত রাখির মায়ের পাশে ভাইজান
ক্যানসারে আক্রান্ত রাখির মায়ের পাশে ভাইজান

সদ্য শেষ হওয়া 'বিগ বসে'র ঘরে থাকাকালীন সময়ে মায়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পান রাখি সাওয়ান্ত। এ ঘটনায় শোয়েই কেঁদে ফেলেন তিনি।
এই দুর্দিনে রাখির মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে আলোচনায় এলেন বলিউডের 'ভাইজান' খ্যাত সালমান খান।
সূত্রের খবর, সালমানের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। ইতিমধ্যে রাখির মা জয়া সাওয়ান্তকে চারবার কেমো দেওয়া হয়। এরপর আরও দুটি কেমোথেরাপি হলে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাখি আগেই জানিয়েছেন, মায়ের চিকিৎসা করার জন্যই 'বিগবসে' এসেছিলেন তিনি ৷ সেখান থেকে পাওয়া অর্থেই মায়ের চিকিৎসা করবেন৷ একথা শুনেই সালমান খান ও তার ভাই সোহেল খান এগিয়ে এলেন সাহায্য করতে৷
দুই ভাইকে অবশ্য ধন্যবাদ জানাতে ভোলেননি রাখির মা জয়া সাওয়ান্ত ৷ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন