অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য শিশির আহমেদ (গিটার, কি-বোর্ড) ব্যান্ডের কার্যক্রমের পাশাপাশি বর্তমানে নিজস্ব একক গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

ইতিমধ্যে তার কম্পোজ করা রাফাকে নিয়ে  'নিজেকে হারাবার ভয়' শিরোনামের গানটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আরও একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। নতুন এই গানের শিরোনাম '১৯৮৮'। গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিশির আহমেদ ।

গানটি দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন ডি-রকস্টার খ্যাত  শুভ  এবং মাশা ইসলাম।  

 গানটি সৃষ্টির নতুন অনুভূতি জানিয়ে কম্পোজার শিশির আহমেদ বলেন, ‌'আমার অন্যান্য গানগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন ধারার সংগীত করেছি এই গানে। গানটিতে  আশির দশকের সাউণ্ড রাখার চেষ্টা করেছি। আমার এই গানটির জন্য শুভ এবং মাশার কন্ঠ খুব মিলেছে। তারা দুইজনই  অসাধারণ গায়। দুজনই চেষ্টা করেছেন তাদের সেরাটা দিতে। আশাকরি, গানটিতে  শ্রোতারা ভিন্ন স্বাদ পাবেন।'

গানটি নিয়ে কণ্ঠশিল্পী শুভ বলেন, ‌'সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গান '১৯৮৮'। আমি সচরাচর যে ধরনের গান করি এটা তার থেকে কিছুটা আলাদা। পপ সাউন্ডের  আশির দশকের রক টাইপের গান এটি। সবকিছু মিলিয়ে গানের সংগীতায়োজন খুব ভালো লেগেছে আমার।  আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।'

কণ্ঠশিল্পী মাশা বলেন, 'শিশির ভাইয়ের সঙ্গীতায়োজন নতুন করে বলার কিছু নেই। তার কম্পোজিশন সম্পর্কে শ্রোতাদের যথেষ্ট ধারণা আছে। আমি খুবই আনন্দিত শিশির  ও শুভ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। গানটি করা হয়েছিলো অনেক আগেই। অনেক মজা করে আমরা গানটি রেকর্ড করেছি।   অবশেষে গানটি প্রকাশ পাবে। রেট্রো স্টাইলের এই গানটিতে ভিনটেজ ফ্লেবার রয়েছে। আমি খুবই আশাবাদী ।

ইতিমধ্যে গানের মিউজিক ভিডিওর কাজ শেষ এখন চলছে এডিটিং।ইতোমধ্যে গানটির ট্রিজার প্রকাশিত হয়েছে। সেখানে দর্শকদের বেশ সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন শিশির আহমেদ। শিগগিরই গান্টি শিশির আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেল মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে।