জীবনে অনেক কিছুর সাধ জাগে মানুষের! সাধ্য না থাকায় সব সাধ পূরণ হয় না কখনো কখনো। কারো কারো আবার জীবনে কোনো সাধই পূরণ হয় না! যেমন চিত্রনায়িকা পরীমনির আজ ঢাকায় ফেরার ইচ্ছা। কিন্তু ফিরতে পারছেন না! ভাবছেন পাখিদের মতো যদি ডানা থাকতো উড়ে চলে আসতেন ঢাকায়। কিন্তু তা তো নেই, তাই বাধ্য হয়ে ফেসবুকে জানালেন আক্ষেপের কথা। জানালেন, তার মুক্তিপ্রতিক্ষিত 'স্ফুলিঙ্গ' ছবির  প্রিমিয়ার শোতে হাজির থাকতে না পারলেও মনটা হাজির থাকবে ঠিকই।

পরীমনি অভিনীত তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ মার্চ। ছবিটির প্রিমিয়ার শো আজ বুধবার। এতে অংশ হাজির থাকবে ‘স্ফুলিঙ্গ’ ছবির পুরো টিম। পাশাপাশি অংশ নেবেন সাংবাদিকরা। 

কিন্তু অংশ নিতে পারছেন না ছবির অভিনেত্রী পরীমনি। কারণ পরী চিকিৎসার জন্য গত ২২ মার্চ ভারতে গেছেন। কথা ছিল বুধবার দুপুরে দেশে ফিরে ‘স্ফুলিঙ্গ’ ছবির প্রিমিয়ার শোতে অংশ নেবেন। কিন্তু কাজ শেষ করতে পারেননি তিনি। তাই দেশের ফিরতে দেরি হচ্ছে।

বিষয়টি জানিয়ে পরীমনি ফেসবুক একটি আবেগ মাখা স্ট্যাটাস দিয়েছেন। তাতে লিখেছেন, মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্, কি দারুণ হতো ব্যাপারটা! সকাল ৯টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে ওই ডক্টর এর চেম্বারে ...। আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোন কিছুই আমাকে বেধে রাখতে পারত না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে!'

প্রিমিয়ারে স্ফুলিঙ্গ দেখতে না পারার আক্ষেপ জানিয়ে পরী আরও লিখেছেন, 'একসঙ্গে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ। টিমের এতো মায়া এতো যত্নে বনানো গল্পটা। প্রিয় মানুষদের সঙ্গে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সঙ্গে কফি, স্পট লাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে একের পর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণি একজন পরিচালকের দোয়া। সব কিছু মিস করবো আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়। আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম্। আমি উড়ে যেতে পারলাম না, তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে। একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই  খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসলো যে পাখিটা ওটাই তো আমি। আপনাদের পরী।'

স্ফুলিঙ্গ ছবির চার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমনি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন পিন্টু ঘোষ। মাত্র ২৩ দিনে শুটিং সম্পন্ন হয় স্ফুলিঙ্গ ছবির। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় শুটিং।