আমাকে স্বতন্ত্র প্রার্থী বললে কষ্ট লাগে: মাহি
আজ রাজশাহীর রিটার্নিং অফিসার দপ্তরে মনোনয়ন জমা দেন মাহি। ছবি: সংগৃহীত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ | ১৯:০৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ | ১৯:০৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে রাজশাহী ১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন এই নায়িকা। সে অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাহি।
আজ বিকাল ৪ টার দিকে রাজশাহীর রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন মাহি।
এসময় তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর আমাকে না চেনার বিষয়টি দু:খজনক। তিনি হয়ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নাই। তাই চেনেন না।’
তিনি আরও বলেন, ‘আমাকে স্বতন্ত্র প্রার্থী বললে আমার কষ্ট লাগে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচন না করে তাই নির্বাচনে অংশগ্রহণ করছি।’
চাঁপাইনবয়াবগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়ে রাজশাহী থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার নানির বাড়ির এলাকা থেকে নির্বাচন করছি। এই এলাকার জনগনের সাথে বিভিন্ন কাজ দীর্ঘদিন থেকে করে যাচ্ছি। আর চাপাইনবয়াবগঞ্জে অনেক প্রার্থী আছে তাই এই এলাকা থেকে নির্বাচন করছি।’