- বিনোদন
- 'আমার জন্য সঙ্গীতার সম্পর্ক ভাঙে, পরে ঐশ্বরিয়ার জন্য আমার'
'আমার জন্য সঙ্গীতার সম্পর্ক ভাঙে, পরে ঐশ্বরিয়ার জন্য আমার'

বাঁয়ে থেকে সোমি আলি, সালমান খান ও ঐশ্বরিয়া
বলিউডে মোস্ট এলিজিবল ব্যাচেলরের তালিকার প্রথমেই যার নাম আসে, তিনি হলেন সালমান খান। যদিও তার জীবনে বিভিন্ন সময়ে এসেছেন একাধিক নারী। সেই তালিকায় আছে অভিনেত্রী সোমি আলির নামও। সোমিকে খুব বেশিদিন বড়পর্দায় দেখা না গেলেও সালমানের সঙ্গে প্রেমের কারণে চর্চায় উঠে এসেছিল তার নাম। সম্প্রতি পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সোমি আলি। অভিযোগ করলেন, সালমান তাকে ঠকিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি আলি বলেন, 'সেসময় আমি সালমানকে বিয়ে করার জন্য পাগল ছিলাম। তাই প্রায়ই যখন সঙ্গীতা বিজলানিকে সালমানের বাড়িতে আসতে দেখতাম, ভীষণ রেগে যেতাম। প্রায় ১ বছর পর আমরা প্রেম করা শুরু করি। আমার জন্যই সঙ্গীতার সঙ্গে সালমানের সম্পর্ক ভাঙে। যদিও সেটা ঠিক হয়নি। সেসময় আমার বয়স কম ছিল, তাই তখন বুঝিনি। পরে সালমান আমায় ঠকিয়েছিল।'
সোমির কথায়, বলিউডে নায়িকা হওয়ার জন্য নয়, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দেখে, শুধু সালমানের প্রেমে পড়েই তিনি বি-টাউনে এসেছিলেন।
তিনি বলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণেই আমার আর সালমানের সম্পর্ক ভাঙে।
সোমি জানান, তিনি সালমানের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলেন, পরে 'হম দিল দে চুকে সনম'-এর কাজ শুরু হয়। আর তখনই তাকে ছেড়ে ঐশ্বরিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন সল্লু।
তবে বর্তমানে সালমান খানের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছেন সোমি আলি।
মন্তব্য করুন