- বিনোদন
- চার বছর পর 'পাখি' নিয়ে আসছেন বেলাল ও লিজা
চার বছর পর 'পাখি' নিয়ে আসছেন বেলাল ও লিজা
বিনোদন প্রতিবেদক |
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১
আপডেট: ০৭ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ । আপডেট: ০৭ এপ্রিল ২০২১
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান এবং লিজা এর আগে চলচ্চিত্রের গানে সাফল্য দেখিয়েছেন। এই জুটি একঙ্গে প্লেব্যাকে দেখা গেলেও প্লেব্যাকের বাইরে গাইলেন প্রায় চার বছর পর। গানটির শিরোনাম ‘পাখি’।
গানটি বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হবে এ সপ্তাহেই। গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন বেলাল খান নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। মিক্স ও মাস্টারিং করেছেন এপিরাস। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও এক ঝাঁক নৃত্যশিল্পী।
গানটির কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘অনেকদিন পর এ ধরনের একটি গান করলাম। গানটি গাইতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি শ্রোতারাও দারুন মজা পাবেন।’
অন্যদিকে লিজা বলেন, ‘একটা অন্যরকম নাচের গান। রোমান্টিক কিন্তু দারুন রিদম আছে গানে। বৈশাখ আর ঈদের উৎসবের আনন্দে বাজানোর মতো একটি গান।
মন্তব্য করুন