- বিনোদন
- সুনিধির গান হয় না, বলেছিলেন সংগীত পরিচালক
সুনিধির গান হয় না, বলেছিলেন সংগীত পরিচালক

মানুষ সাফল্য পায়। এই সাফল্যের পেছনে আলাদা কিছু গল্পও তৈরি হয়। যে গল্পগুলো হতাশার, অসাফল্যের। তেমনি গায়িকা সুনিধি চৌহানের জীবনেরও রয়েছে তেমনই কিছু গল্প। দু'জন বিশিষ্ট সংগীত পরিচালকের কাছে একময় সমালোচনা শুনতে হয়েছিল গায়িকাকে। একজন নাকি তাকে বলেছিলেন, তার ব্যাগপত্র গুটিয়ে বাড়িতে চলে যাওয়া উচিত। কিন্তু পরবর্তীকালে সুনিধি সাফল্য অর্জনের পর তাদের সঙ্গেই নাকি কাজ করেছেন গায়িকা।
এক সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, এক পরিচালক একসময় তাকে বলেছিলেন, তার কণ্ঠ পুরুষদের মতো। তবে পরে একসঙ্গে তারা কাজ করেছিলেন এবং এই সমালোচনাটি ভুলে গিয়েছেন ভাব করেছেন সুনিধি।
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, সেই সময় সেগুলো আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি এমন কোনো কথা শুনতে চাইতাম না, তবে ‘তোমার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাওয়া উচিত কারণ লাগ যা গালে গানটা তুমি অরজিনাল কি-তে গাইতে পারোনি’ শুনতে হয়েছিল তাকে।
প্রসঙ্গত, সেই সময় এক নামী সংগীত পরিচালকের কাছে তিনি গিয়েছিলেন এবং তিনি সুনিধিকে ‘লাগ যা গালে’ গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকরের গাওয়া এই গান ভীষণ লো-কি তে গেয়েছিলেন সুনিধি। সংগীত পরিচালক তাকে আরো উচ্চ সুরে গাইতে বলেছিলেন। এবং আরো বলেছিলেন, সুনিধি সেই নোট স্পর্শ করতে পারছে না। গায়িকাকে বলেছিলেন, ‘যাও বাড়ি গিয়ে রেওয়াজ করে এসো’।
গায়িকা আরও বলেন, ‘অন্য আরো এক সংগীত পরিচালক আমাকে বলেছিল, ‘এই ধরণের কণ্ঠ কাজ করেনা, তোমার কণ্ঠ খুব ভারি। শুনে একটা অভিনেত্রীর গলায় পুরুষের কণ্ঠস্বর মনে হবে। ব্যাগ প্যাক করো। এখনো এক-দুই বছরের ব্যাপার, বাড়ি চলে যাও’।
এই সুনিধি এখন ভারতের নামকরা শিল্পী। পৃথিবীজুড়ে রয়েছে তার ভক্ত শ্রোতা। ১৯৯৬ সালে ‘মেরি আওয়াজ শুনো’ নামের একটি রিয়্যালিটি শো’তে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনিধি চৌহান। সেই বছরই সুনীল শেট্টির ‘শাস্ত্র’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন ১৩ বছরের সুনিধি।
‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এর পর এখনও ২৫ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।
২০১০-এ আন্তর্জাতিক গানের জগতেও পাড়ি দিয়েছেন সুনিধি। ফরাসি পপস্টার এনরিকে ইগলেশিয়াসের সঙ্গে ‘হার্টবিট’ অ্যালবামে গান করেছেন সুনিধি।
ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পঞ্জাবি, কন্নড়, মরাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।
গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাঁকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পল’, ‘ভূত’, ‘খুবসুরত’ সেগুলির অন্যতম।
মন্তব্য করুন