আগেই জানা যায়, দোস্তানা ২ থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। প্রযোজক করণ জোহরের সঙ্গে মতপার্থক্যের কারণেই বাদ পড়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, কার্তিকের জায়গায় এবার ছবিতে দেখা যেতে পারে রাজকুমার রাওকে। 

চর্চা থামছেই না 'দোস্তানা ২'-কে ঘিরে। সম্প্রতি করণ জোহরের প্রযোজনা সংস্থায় তৈরি হতে যাওয়া এই ছবিকে কেন্দ্র করে একের পর এক ঘটনা এসেছে স্পটলাইটে। আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরও ছবির মুখ্যভূমিকা থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। কার্তিক ছাড়াও ছবিতে ছিলেন এবং এখনও রয়েছেন জাহ্নবী কাপুর ও ছোটপর্দার অভিনেতা লক্ষ্য।

করণের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে  জানা গেছে,'দোস্তানা ২ ' এর জন্য প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিলেন রাজকুমার রাও। ছবির গল্পও নাকি মনে ধরেছিল অভিনেতার। তবে সেইসময়ে ডেট সংক্রান্ত সমস্যা হওয়ায় কাজ করতে পারেননি রাজকুমার। তাই এবার ফের একবার রাজকুমারের কাছেই এই ছবির প্রস্তাব দেওয়া হতে পারে বলে জোর সম্ভাবনা বলিঅন্দরে।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া 'রুহি' ছবিতে রাজকুমার ও জাহ্নবীর জুটির রসায়ন প্রশংসিত হয়েছে  সমালোচকদের কণ্ঠে। তাই ফের একবার দর্শকদের সামনে এই জুটিকে হাজির করার জন্য প্রস্তুতি নিচ্ছে করণের ধর্ম প্রোডাকশনস। ওই সূত্র আরও জানিয়েছে, এইমুহূর্তে কার্তিক ছবি ছেড়ে দেওয়াতে, ছবির পরিচালক কলিন ডি'কুনহা ছবির গল্প ও চিত্রনাট্যের বেশ কিছু রদবদল করছেন। 

এইমুহূর্তে রাজকুমারের পাইপলাইনে রয়েছে 'বাধাই দো','সেকেন্ড ইনিংস' এর মতো বেশ কিছু ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস