- বিনোদন
- ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে দরিদ্ররা
ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে দরিদ্ররা

দেশের অন্যতম জনপ্রিয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইফুডে খাবার অর্ডার করলে সেহরির জন্য একবেলা খাবার পাবেন দরিদ্ররা। ৭০০ টাকা বা তার অধিক পরিমাণের প্রতিটি অর্ডারের বিপরীতে একজন দরিদ্র ব্যক্তির সেহরির খাবারের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অর্থ প্রদান করবে ইফুড। আর সেই অর্থ দিয়ে দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইফুডের মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম ডট বিডি।
এতে বলা হয়, কোনো গ্রাহক যদি ইফুড প্ল্যাটফর্মে ৭০০ টাকা বা তার বেশি মূল্যের খাবার অর্ডার করে মূল্য পরিশোধ করেন তাহলে প্রতিটি অর্ডারের বিপরীতে একজন ব্যক্তির খাবারের অর্থ দেওয়া হবে বিদ্যানন্দকে।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহক যা অর্ডার করবেন সেটি কিন্তু গ্রাহক পেয়ে যাবেন। আমরা ওই অর্ডারের বিপরীতে বিদ্যানন্দকে একজন মানুষের সেহরির জন্য নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করব। প্রতি চার দিনে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের যতো অর্ডার ইফুডে হবে সেই হিসেবে একত্রে বিদ্যানন্দকে দেওয়া হবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, আমরা বিশ্বাস করি যে, যারা এখানে অর্ডার করবেন তারাও এই সামাজিক উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেন। ১৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিনে এমন ২৩৫টি অর্ডার পেয়েছি আমরা। অর্থ্যাৎ ২৩৫ জনের খাবারের খরচ আমরা বিদ্যানন্দকে দিতে যাচ্ছি। রমজানের এই মাসে আরও বেশি অর্ডার আসবে, আমরা অধিক সংখ্যক মানুষকে সাহায্য করতে পারব বলে আশা করছি।
ইভ্যালি ও ইফুডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন পাভেল বলেন, নিজে আহারের পাশাপাশি অভুক্তকে আহার করানোর মানসিকতা অনেকের থাকে, শুধু সম্ভব হয় না সঠিক প্লাটফর্মের অভাবে। ইভ্যালির নতুন উদ্যোগটির মাধ্যমে হাজার মানুষ খাবার অর্ডারের পাশাপাশি পথশিশুদের কাছে খাবার পৌঁছে দেবে, যা অনুপ্রেরণার।
মন্তব্য করুন