- বিনোদন
- সালমানের 'রাধে'র আয় ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য
সালমানের 'রাধে'র আয় ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য

ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষিত সালমান খান অভিনীত ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। আগামী ১৩ মে সিনেমাল হলসহ জি ফাইভের জি প্লেক্সে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে সিনেমাটির প্রযোজক এবং সালমান খান ফিল্মস জানালেন, এই ছবির আয়ের একটি অংশ করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাধে সিনেমার কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমার লভ্যাংশ দিয়ে তারা চিকিৎসা সামগ্রী দান করবেন। এই কাজে ‘গিভ ইন্ডিয়া’র সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ‘জি’ এবং ‘সালমান খান ফিল্মস’-ও করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সহায়তা করবে বলে জানিয়েছে।
এই বিষয়ে সালমান খান ফিল্মসের এক মুখপাত্র বলেছেন, 'এই মহৎ উদ্যোগে থাকতে পেরে আমরা খুশি। গত বছর ধরে আমরা করোনা কবলিত মানুষের সহায়তা করে যাচ্ছি। এটাও বুঝতে পারছি আগেই শুটিং করে কাজ সমাপ্ত করে রাখা ছবির মুক্তি আঁটকে রাখা কোন সমাধান নয়। বরং থেমে না থেকে এগিয়ে যাওয়াই ভালো। ‘রাধে’র মুক্তি এই কঠিন সময়ে কিছুটা হলেও অবদান রাখতে পারবে।'
মন্তব্য করুন