- বিনোদন
- কভিড বিধি লঙ্ঘন করে বিয়ে, বিপাকে কমেডিয়ান
কভিড বিধি লঙ্ঘন করে বিয়ে, বিপাকে কমেডিয়ান

করোনা মহামারিতে ভারতের অবস্থা নাজকু। প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। করোনা মোকাবিলায় অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এখনও দেশটির সবচেয়ে বড় উদ্বেগ।
এমন পরিস্থিতিতে বিয়ে করে বিপাকে পড়েছেন ভারতীয় কমেডিয়ান সুগন্ধা মিশ্র। বিয়ের এক সপ্তাহ না পেরুতেই কভিড বিধি লঙ্ঘন করার তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি পাঞ্জাবের একটি রিসোর্টে বিয়ে সেরেছিলেন সুগন্ধা মিশ্র। তার হবু স্ত্রীর নাম সঙ্কেত ভোঁশলে। তাদের সেই বিয়ে ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বিয়ের ছবি নজরে আসে পুলিশের।
এ ঘটনায় নবদম্পতির নামে কভিড বিধি লঙ্ঘন করায় মামলা করে পাঞ্জাব পুলিশ।
ফাগওয়ারা-র সাব ইনস্পেক্টর সর্বজিৎ সিং বাহিয়া এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ভিডিয়ো ক্লিপের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে এই তারকা জুটির নামে। তাদের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতের সংখ্যা অনেক বেশি ছিল। যেখানে পাঞ্জাব সরকারের নিয়ম অনুযায়ী, বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে ১০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না।
দ্য কপিল শর্মা' শো থেকেই আলাপ এরপর প্রেমে প্রেমে পড়েন সুগন্ধা মিশ্র ও সঙ্কেত ভোঁসলে। ২০২০ সালেই বিয়ে করার কথা ছিল তাদের। কিন্তু করোনার প্রকোপে তা পিছিয়ে যায়। শেষমেশ ২০২১ এর এপ্রিলেই বিয়ে করেন তারা। জাঁকজমক পূর্ণ সেই বিয়ের ছবি বা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর সেই ভিডিওর সূত্র ধরেই জারি করা হয়েছে মামলা। বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী, সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে তাদের ওপর মামলা দায়ের হয়েছে।
অবশ্য এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি সুগন্ধা বা সংকেত কেউই! সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন