ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বলিউড তারকাদের বেলায় প্রতিদিনই কোনও না কোনও তারকার করোনা সংক্রমণের খবর মিলছে। এবার করোনা আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেঠীর গোটা পরিবার। তবে শিল্পা এখনও করোনা নেগেটিভ।

শিল্পা নিজেই একথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

শুক্রবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত ১০ দিন আমার পরিবারের খুব কঠিন সময় ছিল। প্রথমে আমার শ্বশুর-শাশুড়ি এবং তারপর রাজ, সমিশা, ভিয়ান, আমার মা সকলেরই কভিড পজিটিভ। প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে আলাদা রয়েছেন। তবে, একটাই ভালো খবর, তারা সবাই সেরে উঠছেন।’

করোনা আক্রান্ত তার বাড়ির দুই পরিচারকও। তাদেরও চিকিৎসা চলছে। শিল্পা লিখেছেন, ‘সবাই একটু আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নিজের খেয়াল রাখুন, মাস্ক পরুন। আর করোনা পজিটিভ হোক বা নেগেটিভ, মন ভালো রাখুন।’

শিল্পা জানিয়েছেন, এখন পর্যন্ত করোটা টেস্টের রিপোর্ট নেগেটিভ।