- বিনোদন
- করোনা নিয়ন্ত্রণে লকডাউনই একমাত্র পথ, বললেন নতুন মিস ইউনিভার্স
করোনা নিয়ন্ত্রণে লকডাউনই একমাত্র পথ, বললেন নতুন মিস ইউনিভার্স

নতুন মিস ইউনিভার্স আন্দ্রে মেজা মনে করেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনই একমাত্র পথ।
রোববার রাতে ৬৯তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে।
সেখানে বিচারকেরা তাকে প্রশ্ন করেন, নিজের দেশের নেতা হলে কীভাবে এই মহামারি পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন?
আন্দ্রে মেজা জানান, তিনি নেতা হলে সংক্রমণ অনেকটা ছড়ানোর আগেই লকডাউন দিতেন। কারণ তিনি মনে করেন মহামারির সঙ্গে লড়াই করার এটাই একমাত্র উপায়। খবর এএফপির
২০২১ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন এই মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা।
তিন বোনের মধ্যে বড় আন্দ্রে মেজা। স্কুলের গণ্ডি পেরনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হন তিনি।
২০১৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর একটি সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। এরও ১ বছর আগে মডেলিং করতে শুরু করেন আন্দ্রে।
মিস ইউনিভার্স ২০২০-তে অংশ নিয়েছিলেন আন্দ্রে মেজা। ২০২০ সালের প্রতিযোগিতা অতিমারির কারণে স্থগিত ছিল। রোববার সেই আসর অনুষ্ঠিত হয়।
এ নিয়ে মেক্সিকো থেকে তিনজন মিস ইউনিভার্স হলেন। প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন লুপিটা জোনস, দ্বিতীয় জন জিমেনা নাভারেটে।
মন্তব্য করুন