- বিনোদন
- অর্ধেক পারিশ্রমিকে গান করেছি: সালমা
অর্ধেক পারিশ্রমিকে গান করেছি: সালমা

কণ্ঠশিল্পী সালমা
সালমা। তারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি তার গাওয়া 'নয়া দামান', 'পরদেশী', 'পরাণের পরাণ তুই, 'ভালোবাসি'সহ বেশকিছু গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। নতুন গান, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
- একের পর এক গান রেকর্ড করে যাচ্ছেন। হঠাৎ গানের প্রকাশনায় উঠেপড়ে লাগার কারণ কী?
দুই বছর ধরে শিল্পী ও মিউজিশিয়ানদের কঠিন সময় পাড়ি দিতে হচ্ছে। স্টেজ শো নেই, টিভি লাইভ আগের তুলনায় খুবই কম হচ্ছে। এমন অবস্থায় পেশাদার শিল্পী ও মিউজিশিয়ানরা কীভাবে দিন কাটাচ্ছেন, তা বলে বোঝানো যাবে না। এখন একটা পথই খোলা, সেটা হলো নতুন গান প্রকাশের মধ্য দিয়ে টিকে থাকা। এ জন্যই একের পর এক গান প্রকাশ করে যাচ্ছি। যাতে মিউজিশিয়ান ও প্রকাশকরা এই দুঃসময়ে টিকে থাকতে পারেন। এককথায়, এখন গান গেয়ে চলছে বেঁচে থাকার লড়াই।
- শুনলাম, নতুন গানের জন্য পারিশ্রমিক কম নিচ্ছেন?
মিউজিশিয়ান, প্রকাশক সবার কথা ভেবেই অর্ধেক পারিশ্রমিকে বেশকিছু গান করেছি। আমি চাই কাজ বেশি হোক, যাতে সবাই টিকে থাকতে পারেন। এ জন্যই পারিশ্রমিক কমিয়ে দিয়েছি।
- আপনার নতুন গানগুলো নিয়ে শ্রোতার কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
'পরাণের পরাণ তুই', 'নয়া দামান', 'জীবন হইলো বাতিল', 'আমার বুকে শেল মারিয়া', 'ভালোবাসি', 'কৃষ্ণ বলো রাধা বলো', 'রাধার কুঞ্জে'সহ অন্যান্য গান নিয়েও কম-বেশি সাড়া পাচ্ছি। এবার বেশিরভাগ গান প্রকাশ পেয়েছে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। শ্রোতার প্রতিক্রিয়া দেখে তারাও বেশ খুশি বলেই শুনেছি।
- অনেকে বলছেন, আপনার গাওয়া 'নয়া দামান' গান মূল কথা-সুর থেকে কিছু বিচ্যুত হয়েছে-
গানের মূল সুর থেকে কোনোভাবেই সরে আসিনি। গানের কথা সিলেটি অঞ্চলিক ভাষায় লেখা। আমি শুধু কিছু আঞ্চলিক শব্দ সহজ বাংলায় গাওয়ার চেষ্টা করেছি। আর এটা করেছি, যাতে শ্রোতার কাছে গানের অর্থ বুঝতে সহজ হয়। তাছাড়া প্রচলিত গান যখন নতুন সংগীতায়োজনে রেকর্ড করা হয়, তখন মূল গানের সঙ্গে কিছু পার্থক্য আপনা আপনি তৈরি হয়ে যায়। যে গান আপনি বাঁশি, দোতারা, ঢোল, একাতারা কিংবা অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সঙ্গে শুনবেন; তার সঙ্গে গিটার, কিবোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের বাজনার সঙ্গে গাওয়া গান শুনতে একটু অন্যরকম লাগবে।
- গান গাওয়ার আগেই কী তাহলে পরিবেশনার বিষয়টি নিয়ে আলাদা করে ভেবেছিলেন?
কোনো গান যখন সব ধরনের শ্রোতার কথা ভেবে রেকর্ড করা হয়, তখন একটা বিষয় মাথায় রাখতে হয়- গানের কথায় যে বিষয় তুলে ধরা হয়েছে, তা যেন সহজেই শ্রোতা বুঝতে পারেন। এর আগে 'কলিজার ভিতর' গানটি গাওয়ার সময়ও চেষ্টা করেছি চট্টগ্রামের আঞ্চলিক কিছু শব্দ সহজ বাংলায় তুলে ধরতে। সেটা করার পর শ্রোতার কাছে দারুণ সাড়া পেয়েছি। আসল কথা হলো, গান যেন শ্রোতার হৃদয় স্পর্শ করে, সে বিষয়টি বড় করে দেখা উচিত।
- এ সময়ের গানগুলো বেশিরভাগই লোক সুরের। আধুনিক বা অন্যান্য ঘরানার গান নিয়ে কিছু ভাবছেন না?
লোক গান হলো আমার আত্মার খোরাক। তাই যতদিন পারব লোক গান গাইব। তাছাড়া আমার গানের যারা শ্রোতা, তারাও আমার কণ্ঠে লোক গানই বেশি শুনতে চান। তবে অন্যান্য ঘরানার গান গাইছি না বা গাইব না, তা কখনও বলিনি। আমি তো বেশকিছু আধুনিক ও রিদমিক সংগীতেও গান গেয়েছি। কখন কী গাইব, এটা নির্ভর করে সময়ের চাহিদা বুঝে। তবে একটা কথা মানতেই হবে, লোক গানের আবেদন কখনোই ফুরিয়ে যায়নি। লোক গান আমাদের শিকড়। তাই যত কিছুই করি, শিকড়ের টান উপেক্ষা করা সম্ভব নয়।
মন্তব্য করুন