চিত্রনায়ক ইমনের জন্মদিন আজ (২৮ জুমে)। কিন্তু জন্মদিনের একদিন আগেই অনেকে ইমনের জন্মদিন ভেবে শুভেচ্ছায় ভাসান এ নায়ককে। কিন্তু কেনো? ২৮ মে এ নায়কের জন্মদিন হলেও সবাই কেনো ২৭ জুন রাত বারোটার পর থেকেই তাকে শুভ কামনা জানাচ্ছেন?

শুক্রবার জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানাতে ফোন দিলে ইমন বলেন, চিত্রনায়িকা পূর্ণিমার কারণে এবার তার দুদিনব্যাপী জন্মদিন উদযাপন হচ্ছে। কারণ পূর্ণিমা এ কাণ্ডটা ঘটিয়েছেন! জন্মদিনের একদিন আগেই ফেসবুকের মেমোরিতে আসা কয়েকটি ছবি শেয়ার করে শুভ জন্মদিন জানান। এরপর থেকেই শুরু হয় ইমনের শুভেচ্ছা পাওয়ার পর্ব। ফেসবুকের ওয়াল, মেসেঞ্জার, ফোনে সবাই একে একে শুভেচ্ছা জানাতে থাকেন।

ইমন বলেন, 'পূর্ণিমার কাজ এটি। দুষ্টুমি করেই কাজটি করেছে সে। এরপরের ঘটনা তো সবার জানা। তবে পূর্ণিমাকে ধন্যবাদ। তার জন্যই আমার জন্মদিন দুইদিনব্যাপী উদযাপন হচ্ছে।'

এদিকে জন্মদিনের প্রথমপ্রহর শুরু হতে না হতেই দুই তিনটা কেক কেটে ফেলেছেন বলে জানান ইমন। জন্মদিনের শুরুটা পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপনের পর শুরু হয় বিভিন্ন মহল থেকে আসা ফোন রিসিভের পর্ব। ফোনে বন্ধু, শুভাকাঙ্খী ও কলিগরা শুভেচ্ছা জানাতে থাকেন।

ইমন বলেন, ' দিনটায় সবার ভালোবাসায় আমি মুগ্ধ। গতকাল থেকেই এতো এতো মানুষ জন্মদিনের উ্ইশ করছেন তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সবার এ ভালোবাসাই আগামীর পথচলার প্রেরণা হয়ে থাকবে।'

পূর্ণিমা ও ইমন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বড়পর্দায়। প্রায় ১১ বছর আগে ইমন-পূর্ণিমাকে নিয়ে দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন  ‘সবাই তো ভালোবাসা চায়’।  এরপর  আহমেদ নাসির পরিচালিত ‘মায়ের জন্য পাগল’ ছবিতে পূর্ণিমা-ইমনকে দেখেছেন দর্শক। সিনেমার বাইরে টেলিফিল্ম ও বিজ্ঞাপনের জুটি হিসেবেও দেখা গেছে তাদের। কাজের সুবাধে তাই তাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও।  

অভিনেতা ইমনের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। টিভি নাটকে কাজ করেছেন। তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম ছবি। নায়ক হিসেবে ইমনের প্রথম ছবি ‘এক বুক ভালোবাসা’। ২০১০ সালে ‘গহিনে শব্দ’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘লালটিপ’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ইমনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বীর'। ছবিটিতে শাকিব খানের ছোটভাইয়ের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। 

বর্তমানে ইমন অভিনীত ৪টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো-সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’। যেখানে ইমনের নায়িকা সালওয়া। রাকিবুল আলম রাকিবের ‘বিয়া আমি করব না’।এই সিনেমায় ইমন জুটি বেঁধেছেন তানহা তাসনিয়ার সঙ্গে। অঞ্জন আইচ পরিচালিত ‘কানামাছি’তে ইমনের নায়িকা হয়ছেন নবাগত সূচনা আজাদ। একই পরিচালকের আরেক সিনেমা ‘আগামীকাল’-এ ইমনকে দেখা যাবে মমর বিপরীতে।

লকডাউন শেষ হলেই অন্যান্য কাজ শেষে মুক্তির মিছিলে নামবে সিনেমাগুলো। চারটি সিনেমার মধ্যে সবগুলোর আগে ‘বীরত্ব’ মুক্তির পক্রিয়া শুরু হবে বলেও জানান ইমন।

অন্যদিকে শুটিং বাকী রয়েছে সৈকত নাসির পরিচালিত 'আকবর' ছবিটি। এই ছবিটিতে ভিন্ন এক ইমনকে দেখা যাবে বলে জানান এ নায়ক। অন্যদিকে আগামীতে নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে জানালেন তিনি। বিস্তারিত সময় হলেই জানাবেন সবাইকে।