করোনাভাইরাসের  দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। দেশটিতে ভাইরাসটির সংক্রমণের এ ধাক্কায়  অনেক বেশি প্রাণঘাতী হয়েছে। এমন সময়ে সুপারস্টার অমিতাভ বচ্চন অন্ধেরিতে ৩১ কোটি টাকা অর্থমূল্যের ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স বাড়ি কিনেছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

যে বাড়ির ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা নিয়ে তৈরি হবে অভিনেতার নতুন ঠিকানা। থাকছে ৬টি গাড়ি পার্ক করার সুবিধেও। দেশ যখন করোনা মহামারীর কবলে, আবার শুরু হওয়া লকডাউনে যখন অনেকেই চাকরি হারাচ্ছেন, তখন অমিতাভ বচ্চনের এই বিলাসবহুল ও বহুমূল্য নতুন বাড়ি ক্রয় করা নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। যদিও হিন্দুস্তান টাইম বলছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাড়িটির ডিল ফাইনাল করেন অমিতাভ। আর ২০২১ সালের ১২ এপ্রিল হয় রেজিস্ট্রেশন। 

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধে নিয়েই ৬২ লাখ স্ট্যাম্প ডিউটি দিয়ে এই নতুন সম্পত্তি ক্রয় করেছেন  অমিতাভ।

নতুন বাড়ি কেনার এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী সানি লিওনে ও ‘তন্নু ওয়েডস মন্নু’খ্যাত পরিচালক আনন্দ এল রাইয়ের। সানি ১৬ কোটি দিয়ে ৪ হাজার ৩৬৫ স্কোয়ার ফিটের সম্পত্তি কিনেছেন এবং আনন্দ এল রাই ২৫.৩০ কোটি দিয়ে ৫ হাজার ৯১৭ স্কোয়ার ফিটের সম্পত্তি নিজের নামে করেছেন। 

যদিও এই ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছুদিন আগেই অভিনেতা ব্যক্তিগত ব্লগে জানিয়েছিলেন, আমিতাভ জানিয়েছিলেন এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা খরচ করেছেন, করোনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তারপর আবার জানিয়েছিলেন পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনতে চলেছেন তিনি। পাশাপাশি ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন বিগ বি।