- বিনোদন
- বিপদে পড়লে মিডিয়ার খুব কম মানুষ পাশে থাকে: ভাবনা
বিপদে পড়লে মিডিয়ার খুব কম মানুষ পাশে থাকে: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
আশনা হাবিব ভাবনা। অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। সম্প্রতি তিনি অনিমেষ আইচের পরিচালনায় 'এখানে কেউ থাকে না' নামে নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এ ছাড়াও বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক 'হিট'। এই সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
'এখানে কেউ থাকে না' ধারাবাহিক নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?
এককথায় বলতে গেলে দারুণ। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে আমাকে দেখা যাবে 'অর্পিতা' নামের এক মেয়ের ভূমিকায়। যে সারাক্ষণ কোনো না কোনো কিছু নিয়ে চিন্তিত থাকে। আবার মেয়েটি ভালো ছবিও আঁকে। সে তার আঁকা ছবির মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।
নাটকের অর্পিতার মতো আপনিও ছবি আঁকতে পছন্দ করেন। বাস্তব জীবনের সঙ্গে চরিত্রটির কি মিল আছে?
হ্যাঁ। এটি সত্যি যে, চরিত্রটির সঙ্গে আমার জীবনের অনেক কিছুর মিল রয়েছে। আর আমার মনে হয়, এটা হয়েছে নাট্যকারের কারণেই। কারণ নাটকটি লিখেছেন অনিমেষ আইচ। সে আর আমি হরিহর আত্মা। সে জানত এ চরিত্রটি আমি করবই। চরিত্রটি কার জন্য তা যদি আগে থেকে লেখকের জানা থাকে, তখন অনেক ইনপুট দেওয়া সহজ হয়। আমি ছবি আঁকতে পারি বলেই এই চরিত্রে অভিনয় আমার জন্য খুব বেশি কষ্টকর হয়নি। যদি না পারতাম তাহলে হয়তো এই চরিত্রে অভিনয় কঠিন হতো।
ছবি আঁকার পেছনে আপনার অনুপ্রেরণা কে?
আমাকে খুব কম মানুষই অনুপ্রেরণা দেন। যারা দেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি নিজেই নিজেকে সারাক্ষণ বুস্টআপ করি। আমি কী করতে চাই, কী করব- সারাক্ষণ এগুলো মাথায় ঘুরতে থাকে। আমি মনে করি, কেউ কাউকে অনুপ্রেরণা দিয়ে কিছু করাতে পারে না। কারণ মানুষ শেষ পর্যন্ত তাই করে, যেটা সে ভালো মনে করে।
বাংলাভিশনে আপনার অভিনীত ধারাবাহিক 'হিট' প্রচার হচ্ছে। নাটকের 'ঝুমকা' চরিত্রে অভিনয় করে কতটা তৃপ্ত?
'ঝুমকা' চরিত্রে অভিনয় আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ ঝুমকা চা বিক্রেতা। ফলে যখন চরিত্রটিতে অভিনয় শুরু করি, তখন ঢাকার অনেক মহিলা চা বিক্রেতাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। এই শহরে ঝুমকার মতো শত শত মেয়ে আছে। তারা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে। এই নাটকে অভিনয় করতে আমি সত্যিই আনন্দিত।
এখনকার কাজ আপনাকে কতটা আত্মতৃপ্তি দেয়?
আত্মতৃপ্তি ছাড়া কাজ করি না বলে আমার অভিনীত কাজের সংখ্যা তুলনায় অনেক কম। যারা আমার নাটক দেখেন তারা জানেন, প্রায় সব নাটকেই আমার চরিত্রে নতুনত্ব থাকে। জনপ্রিয়তার জন্য মানহীন কাজ করতে চাই না।
সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভেবেছেন?
নতুন ছবিতে অভিনয়ের জন্য অনেক প্রস্তুতি দরকার। সিনেমার কাজে তাড়াহুড়া করতে চাই না। সম্প্রতি নূরুল আলম আতিকের পরিচালনায় 'লাল মোরগের ঝুটি' ছবিতে অভিনয় করেছি। এই ছবিতে কাজের অভিজ্ঞতাও ছিল অন্যরকম। চরিত্রেও অনেক ভাঙা-গড়ার বিষয় ছিল। এ ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ পেলে অবশ্যই করব।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও করছেন...
ব্যবসা বিষয়ের ওপর লন্ডনের গ্রেল্ডওয়ার বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি। করোনার মধ্যে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। অনলাইনে ক্লাস করছি। একটি সেমিস্টার বাকি আছে। আগামী আগস্টে এটি শেষ হবে।
সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। এ বিষয়টি একজন শিল্পীকে কতটা অস্বস্তিতে ফেলে?
অন্য কারও কথা বলতে পারব না। আমাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলেছে। ছোটবেলা থেকে মিডিয়ার কাজের ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি, কেউ বিপদে পড়লে মিডিয়ার খুব কম মানুষ পাশে থাকে। সম্প্রতি ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলাম। কেউ তার মা সম্পর্কে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। যেজন্য প্রতিবাদী হয়েছি।
মন্তব্য করুন