ভারতীয় চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, সকাল ৬টার দিকে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। অনেকদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। কিডনির সমস্যার সঙ্গে তার যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

‘স্বপ্নের দিন’ ও ‘উত্তরা’ ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এ ছাড়া তার ৫টি ছবি সেরা ছবির শিরোপা পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়।

বাংলার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার আরও দুটি ছবি- 'দূরত্ব' এবং 'তাহাদের কথা'।

চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও বুদ্ধদেব দাশগুপ্তের চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।

দক্ষিণ পুরুলিয়ার আনারাতে শৈশব কেটেছে বুদ্ধদেবের। অর্থনীতি নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও সাহিত্য জগৎ থেকে পরিচালক হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা পালন করেছে কলকাতা ফিল্ম সোসাইটি। চার্লি চ্যাপলিন, ইঙ্গমার বার্গম্যান, আকিরা কুরোসাওয়ার সঙ্গে পরিচয় ঘটে সেখানেই।

তিনি অবসর নেওয়ায় বিশ্বাসী ছিলেন না। এমনকি মার্চ মাসেও তিনি নতুন চিত্রনাট্য লিখছিলেন। এক নারী গোয়েন্দার গল্পের সুতো বুনছিলেন বুদ্ধদেব।

পরিচালকের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা দিয়েছেন। মমতা লিখেছেন, বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।


বিষয় : বুদ্ধদেব দাশগুপ্ত ভারতীয় পরিচালক

মন্তব্য করুন