পরিচালক অলৌকিক দেশাইয়ের ছবিতে 'সীতা' চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এজন্য তিনি ১২ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রী কারিনার সমালোচনায় মুখর নেটিজেনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে কারিনাকে। সমালোচকরা বলছেন, তৈমুরের মা 'সীতা' হতে পারেন কি করে?  সাইফ-পত্নী কারিনাকে সীতার চরিত্রে মানতে নারাজ তারা।

এছাড়া পুরনো রামায়ণ ধারাবাহিকে 'সীতার' চরিত্রে অভিনয়কারী দীপিকা চিকালিয়ার ছবির পাশে করিনার সিনেমার দৃশ্যে ধূমপাানের ছবি দিয়ে কটাক্ষ করা হয় টুইটারে। ট্রেন্ডিং হয় ‘বয়কট করিনা খান’ হ্যাশট্যাগ। অবশ্য পরে শোনা যায়, সীতার চরিত্রে অভিনয় করছেন না কারিনা কাপুর খান। 

গত ২১ ফেব্রুয়ারি কারিনার কোলে আসে দ্বিতীয় পুত্রসন্তান। ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। সূত্র: গালফ নিউজ