- বিনোদন
- 'ইত্যাদির নাতি' নিপুর দুঃখ প্রকাশ
'ইত্যাদির নাতি' নিপুর দুঃখ প্রকাশ

লাইভে এসে 'ইত্যাদির নাতি' খ্যাত অভিনেতা নিপু জানান, সমকাল অনলাইন তার নামে মৃত্যুর ভূয়া নিউজ ছড়িয়েছে। অথচ সমকাল এমন নিউজ করেনি। বিষয়টি জানার পরই সমকালের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
নিপু বলেন,‘কালকে হুট্ করে কে কারা প্রচার করে আমি মারা গেছি। তাদের অনেকেই সমকাল পত্রিকার নাম বলে। এই পত্রিকা নাকি আমার মৃত্যুর খবর প্রকাশ করেছে। তাই আমি আর কোনো খোঁজ না নিয়েই লাইভে সমকালের নাম বলি। এর জন্য আমি আন্তরিক দুঃখিত।’
নিপু আরও জানান, তার ফেসবুকে একটি অ্যাকাউন্ট থাকলেও সেটা খুব একটা সক্রিয় না। তাই এ বিষয়ে তেমন কিছু জানেন না তিনি। নেই ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ বা ভাইবারও। তাই নিজের মৃত্যুর গুজব চোখে পড়েনি তার। কেবল ফোনেই অন্যরা জানাচ্ছেন তার মৃত্যুর খবর। তারাই তাকে জানিয়েছে এমন খবর সমকাল প্রকাশ করেছে। তাই রাগে ক্ষোভে লাইভে এসে বিষয়টি সবাইকে জানাই।
গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ইত্যাদির নাতি' খ্যাত কমিডি অভিনেতা নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে তার মৃত্যু নিয়ে পোস্ট করতে থাকেন অনেকেই। তার মৃত্যু হয়েছে বলে ইউটিউবেও খবর প্রচার করছেন অনেকে। অথচ নাতিখ্যাত এ অভিনেতা রয়েছেন জীবিত।
মন্তব্য করুন