দেশের জনপ্রিয় ব্যান্ড 'অর্থহীন' এর অন্যতম সদস্য শিশির আহমেদ। ব্যান্ড জগতে দীর্ঘ দিনের ক্যারিয়ার তার। গিটার এবং কিবোর্ডে পারদর্শী  শিল্পীর ব্যান্ডের বাইরেও বেশ কিছু একক গানের সঙ্গীতায়োজনে প্রকাশিত হয়েছে।

তার সঙ্গীতায়োজনে সর্বশেষ  '১৯৮৮' শিরোনামের একটি গান প্রকাশিত হয়। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ডি-রকস্টার খ্যাত শুভ এবং এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী মাশা। শ্রোতামহলে গানটি বেশ সারা ফেলে। এবার নতুন একটি গান প্রকাশের খবর দিলেন শিশির আহমেদ। তার নতুন গানের শিরোনাম 'শূন্যতার গান'। গানটির বাড়তি চমক হচ্ছে এটি শিশির আহমেদের সুর সঙ্গীত হলেও এতে যুক্ত হয়েছেন শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইশতিয়াক। গানটি লেখার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। ইতোমধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে শিশির আহমেদের ফেসবুক পেজে। 

গানটি নিয়ে শিশির আহমেদ বলেন, 'গানের সুর এবং সংগীত অনেক আগেই রেডি করে রেখেছিলাম। গানটি মূলত রক ধারার। প্রতিটা গান করার আগে সবসময় মাথায় রাখি কোন গানটা কার সঙ্গে ভালো মানাবে। আমার কাছে মনে হয়েছে এই গানটির জন্য শেখ ইশতিয়াকের কন্ঠ খুব ভালো যাবে। তাছাড়া ইশতিয়াককে আমি অনেক আগে থেকেই চিনি। ওর কন্ঠে কি যেন একটা জাদু আছে। তার অসাধারণ গায়কী আর আমার সঙ্গে বোঝাপড়াও অনেক ভালো। তাই ইশতিয়াককে বলি গানের কথা লিখার জন্য। অনেক সময় এবং যত্ন নিয়ে এই গানটি করেছি। এছাড়া বেশকিছু গানের সুর এবং সঙ্গীতায়োজন করে রেখেছি। যা খুব তাড়াতাড়ি ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। তবে  শূন্যতার গান  বিশেষভাবে আমার স্মৃতি হয়ে থাকবে সব সময়। শুধু এইটুকু বলতে পারি, দর্শক-শ্রোতারা যে ধরনের সংগীত আমার কাছে প্রত্যাশা করেন এটি তেমনই একটি গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।'

শেখ ইশতিয়াক বলেন, 'শিশির ভাই এর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা অর্থহীন ব্যান্ড থেকে। উনার সাথে আমার মিউজিক্যালি অনেক কিছু শেয়ার হয়। অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো উনার সাথে একক গান করার। এই গানের টিউনটা শুনার পর আমার কেন জানি মনে হচ্ছিলো গানটি সাথে বিষণ্ণতাকে জড়াতে পারলে খুব ভালো হয়। প্রতিটা মানুষের জীবনে একটা শূন্যতার জায়গা থাকে, শূন্যতার মানুষ থাকে, যা কখনোই পূরণ হয়না। এই চিন্তা থেকেই 'শূন্যতার গান'র কথা লেখা। সুর, সঙ্গীত এবং কথার সংমিশ্রণে গানটি অসাধারণ একটি সৃষ্টি। আশাকরি শ্রোতাদের ভাল লাগবে।'

বৃহস্পতিবার রাতে গানটি শিশির আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। গানটিতে মডেল হয়েছেন একে এম ইতমাম ও নাঈমা তাসনিম। ভিডিও এডিটিং করেছেন আহমেদ হাসান, ড্রামস বাজিয়েছেন জাহিদ পারভেজ।

গানটি জিপি মিউজিক, অ্যামাজন, আইটিউন্স, এ্যাপল মিউজিক সহ অন্যান্য প্লাটফর্মে গানটি পাওয়া যাবে বলে জানান শিশির আহমেদ।