- বিনোদন
- সুস্থ হয়ে উঠছেন ফারুক
সুস্থ হয়ে উঠছেন ফারুক

সুস্থ হয়ে উঠছেন বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ফারুক জানালেন ফারুকের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠার খবর। মিসেস ফারুক বলেন, 'আল্লাহর রহমতে ফারুকের শঙ্কা কেটে গেছে। সুস্থ হয়ে উঠছে সে।'
দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ফারুক।এর আগে সেখানে টানা ১৪ দিন অচেতন অবস্থায় ছিলেন তিনি। ১৫ দিনের মাথায় সারা শব্দ করেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ক। পরে আইসিইউ রেখে চিকিৎসা হচ্ছিল তার। বৃহস্পতিবার ফারুকের স্ত্রী শুনালেন আশার কথা। বললেন, 'ফারুক ধীরগতিতে সুস্থ হয়ে উঠছে। তবে পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে সে ব্যাপারে কিছুই বলতে পারছি না।'
নায়ক ফারুক বিগত আট বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত চেকআপ করিয়ে আসছিলেন। সে ধারাবাহিকতায় স্বাস্থ্য পরীক্ষা করতেই গত মার্চের প্রথম দিকে সিঙ্গাপুরে যান। সেখানে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।
মন্তব্য করুন