- বিনোদন
- 'নিকেতনের রাস্তায় প্রতিদিন ১ ঘণ্টা রিকশা চালাতাম'
'নিকেতনের রাস্তায় প্রতিদিন ১ ঘণ্টা রিকশা চালাতাম'

'রিকশা গার্ল' এর নায়িকা নভেরা রহমান
অমিতাভ রেজার নতুন ছবি 'রিকশা গার্ল' এর নায়িকা নভেরা রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার। ছবিটির শুটিংয়ে নানা রকম কষ্টকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। সেই সব অভিজ্ঞতা ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন তিনি
কিছুদিন আগে অনলাইনে প্রকাশ হয়েছে আপনার অভিনীত তৃতীয় চলচ্চিত্র 'রিকশা গার্ল'-এর ট্রেইলার। ছবিতে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন?
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত 'রিকশা গার্ল' ছবিতে আমাকে দেখা যাবে সমাজের একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ের ভূমিকায়, যার নাম নাঈমা। সে গ্রামের বিভিন্ন আয়োজনে আলপনা এবং রং-তুলি দিয়ে নকশা তৈরি করে। কিন্তু একদিন বাবার অসুস্থতার কারণে নিজের স্বপ্নের জগৎ ছেড়ে তার আসতে হয় কঠিন বাস্তবতায়। শুরু করে রিকশা চালানো। সেখানে সে লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে পুরুষের মতো বেশ নেয়। এভাবেই চলে জীবনের চাকা। ট্রেলারটি প্রকাশের পর থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে কি দর্শকের প্রতিক্রিয়া পেতে ভালো লাগে।
আপনি যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। সেখান থেকে 'রিকশা গার্ল' চরিত্রে মানিয়ে নিয়েছিলেন কীভাবে?
দেখুন আমি এ দেশের মেয়ে। ঢাকায় বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই গ্রামীণ পরিবেশ আমায় খুব টানত। আমার মা থিয়েটার ও টিভি নাটকে অভিনয় করেন। যে কারণে অভিনয়ের পরিবেশেই বেড়ে উঠেছি। তখন থেকেই গ্রামীণ চরিত্রে অভিনয়ের ঝোঁক ছিল। তবে 'রিকশা গার্ল' ছবির কাজের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম, সেটের মধ্যে রিকশা চালাব। কিন্তু না, পরিচালক আমাকে রাস্তায় রিকশা চালাতে বলেছেন। এ কারণে রিকশা চালানোও শিখতে হয়ছিল। নিকেতনের রাস্তায় প্রতিদিন এক ঘণ্টা করে রিকশা চালাতাম, যা খুব কঠিন ছিল। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এক সময় চরিত্রের সঙ্গে মিশে গেছি।
আপনার মা মোমেনা চৌধুরী টিভি ও মঞ্চ নাটকের একজন প্রখ্যাত অভিনেত্রী। অভিনয়ের ক্ষেত্রে আপনার মায়ের প্রভাব কতটুকু?
আমার অভিনয়ে আসার পেছনে পুরোটাই মায়ের অবদান। কারণ আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন আমি দেখেছি মাকে মঞ্চে অভিনয় করতে। সেই সময় আমাকে গ্রিনরুমে [সাজঘর] রেখে মা অভিনয় করতেন। কতদিন গেছে- মা মহড়ায় অংশ নিয়েছেন, আমি সেখানকার ফ্লোরে ঘুমিয়ে থেকেছি। অভিনয়ের ক্ষেত্রে মায়ের প্রভাব নেই, তবে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।
এরই মধ্যে আপনার অভিনীত 'মেইড ইন বাংলাদেশ' বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ছবিটি কবে বাংলাদেশে মুক্তি পাবে...
রুবাইয়াত হোসেন পরিচালিত এই ছবিতে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে। এরই মধ্যে ছবিটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পর্তুগাল ও ডেনমার্কে মুক্তি পেয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, চীন ও পোল্যান্ডের টেলিভিশনেও প্রচার হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও মুক্তি পায়নি। দেশে কবে মুক্তি পাবে তা পরিচালকই ভালো বলতে পারবেন। যতটুকু জেনেছি, করোনার প্রকোপ কমে গেলে ছবিটি মুক্তির জন্য সেন্সরবোর্ডে জমা দেবেন পরিচালক।
আপনার অভিনীত চলচ্চিত্র দেশে মুক্তির আগেই বিদেশের উৎসবে প্রদর্শিত হয়। এটা কেন?
কোন ছবি কোথায় কখন মুক্তি পাবে তা নির্ভর করে ছবির প্রযোজক আর পরিচালকের ওপর। আমার কাজ অভিনয় করা। আমি সেটিই করি। দেশে মুক্তির বিষয়টি নিয়ে এখন অনেকেই কথা বলছেন। কিন্তু দিন শেষে চলচ্চিত্রের ব্যবসায়িক দিকও ভাবতে হয় প্রযোজককে। যেজন্য চাইলেও সম্ভব হচ্ছে না আগে দেশে ছবি মুক্তি দিতে। আমাদের ছবি যত আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে তত ভালো।
নতুন কাজের কথা বলুন?
অমিতাভ রেজার 'হাফ স্টপ ডাউন'-এ লাইন প্রডিউসার হিসেবে কাজ শুরু করেছি। সামনে প্রযোজনার ওপর মাস্টার্স করতে শিগগিরই লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন