নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে শেষ হলো বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড় ’ছবির শুটিং। রোববার এমনটাই জানিয়েছেন এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট।

প্রযোজনা সংস্থার সূত্র অনুযায়ী,  এই ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। আর শেষ হলো জুনে। কোনও ছবির শুটিংয়ে দীর্ঘ দুই বছর সময় লাগে না। বড়জোর এক বছর লাগে। কিন্তু গাঙ্গুবাইয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে।

রোববার আলিয়া নিজের ইনস্টাগ্রামে গাঙ্গুবাইয়ের শুটিংয়ের একাধিক ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘২০১৯ সালের ডিসেম্বরে গাঙ্গুবাই ছবির শুটিং শুরু হয়েছিল। আর এই জুন মাসে সেই শুটিং শেষ হয়। মাঝের দুই বছর ছবির সেট দুটি লকডাউন, দুটি ঘূর্ণিঝড়, পরিচালক-অভিনেতার করোনা সংক্রমণ দেখেছে। অন্য ছবির মতোই এই ছবির শুটিং নানা কারণে সমস্যার মুখে পড়েছে। কিন্তু এসব পেরিয়ে গত দু’বছরে আমি অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি।’

এই প্রথম পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করলেন আলিয়া ভাট। পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সেই কথা জানিয়েছেন নিজের পোস্টেও। আলিয়া লিখেছেন, ‘স্যারের পরিচালনায় এই ছবিতে অভিনয় আমার জীবনে এক বড় পরিবর্তন এনে দিল। আজ এই সেট থেকে আমি সম্পূর্ণ অন্য মানুষ হিসাবে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার, সত্যিই আপনার মত কেউ নেই’

এখানেই শেষ নয়। সেই পোস্টে আলিয়া এই ছবির শুটিংকে ঘিরে আরও লিখেছেন‘একটা ছবির শুটিং শেষ মানে আপনার একটা সত্তা শেষ হয়ে যাওয়া। আজ এই ছবির শুটিংয়ের সঙ্গে আমার একটা সত্তা শেষ হল। গাঙ্গু আই লাভ ইউ। তোমাকে মিস করব।’