- বিনোদন
- হৃত্বিকের সঙ্গে প্রেম নিয়ে যা বলেছিলেন কারিনা
হৃত্বিকের সঙ্গে প্রেম নিয়ে যা বলেছিলেন কারিনা

হৃত্বিক রোশন ও কারিনা কাপুর
বলিউডের দুই জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন এবং কারিনা কাপুর খান। ২০০১ সালে এই জুটি করন জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গাম’ ছবিতে একসঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর এই জুটিকে দেখা যায় ‘ইয়াদে’,‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে।
একসময় হৃত্বিক-কারিনাকে নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যেত। প্রথম ছবি মুক্তির পর পরই এই জুটির প্রেমের খবর শোনা যায়। এরপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা পারে এমন কথাও প্রচলিত আছে বলিউডে। কিন্তু হৃত্বিক তখন বিবাহিত থাকায় কারিনাকে তার কাছ থেকে সরে আসার অনুরোধ জানায় রোশন পরিবার বলে জানা যায়।
যদিও ওই সময় হৃত্বিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে অস্বীকার করেছিলেন করিনা। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার খুব চিন্তা হতো এই ভেবে যে এই গুঞ্জনের জন্য হৃত্বিকের দাম্পত্যে প্রভাব পড়তে পারে । আমারও পেশাগত দিক ক্ষতি হতে পারত। আজ হৃত্বিককে নিয়ে বলা হচ্ছে। কাল অন্য কাউকে নিয়ে বলা হবে। আমি যতক্ষণ সত্যিটা জানি, ততক্ষণ আমার কিছু এসে যায় না।
এর পরে কেটে গিয়েছে বহু বছর। কিন্তু একসঙ্গে আর কোনও ছবি করেননি হৃত্বিক-কারিনা। পরবর্তীতে সুজানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় হৃত্বিকের। আর কারিনা বিয়ে করেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খানকে।
মন্তব্য করুন