মা হতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। আগাম মাতৃত্বের আভা যেন ছড়িয়ে পড়েছে তার চোখে মুখে। মেকআপবিহীন নুসরাতের এমনই কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।

নুসরাত সম্প্রতি নিজের ছোট একটি ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে লিখেছেন, ‘নো ফিল্টার ডে’। ভিডিওটিতে হাসতে হাসতে মাঝে মধ্যে চোখ বন্ধ করতে আর খুলতে দেখা গেছে নুসরাতকে। হালকা নীল রঙের পোশাক পরিহিত নুসরাত গাড়ির ভিতরে বসে রয়েছেন। হাতে ‘ভি’ (জয়ের চিহ্ন) চিহ্ন দেখাচ্ছেন।



সেই ছবির পরেই আরও দু’টি ছবি দেখা গেছে নুসরাতের স্টোরিতে। সাদা-কালো ছবিতে উজ্জ্বল দেখাচ্ছিল নুসরাতকে। কিয়ারা সেন বলে এক জন সেই ছবিটি নিজের স্টোরিতে দিয়ে লিখেছেন, ‘শিগগিরই আসছে।’ সেই দু’টি ছবিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত।