এমপি প্রার্থী ৬ তারকা, কে কোন দল থেকে নির্বাচন করছেন?
আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহি, নকুল কুমার ও ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:১৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ২০:০৭
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন একাধিক জনপ্রিয় মুখ। কেউ বাদ পড়েছেন দল থেকে আবার কেউ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়ছেন ৬ তারকা।
আসাদুজ্জামান নূর
নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। এই আসন থেকেই তিনি এবার নির্বাচনে লড়বেন। এর আগে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর মন্ত্রীসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
মমতাজ বেগম
আওয়ামী লীগ থেকে আবারও মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে তাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন। ২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।
ফেরদৌস আহমেদ
ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস। কিন্তু সে সময় দল তাকে মনোনয়ন দেয়নি।
সোমবার বিকেল ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেন ফেরদৌস। এসময় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে প্রথমেই কৃতজ্ঞতা, তারপরেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। কারণ, তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে লড়াই করার দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করবেন। সবার সহযোগিতায় আমরা একত্রিত হয়ে দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত বজায় রেখে সেই পথে হাঁটব। আর এই জায়গা থেকে আমার নতুন পথ চলা শুরু হবে।’
মাহিয়া মাহি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু মনোনয়ন পাননি মাহি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান। পরে রাজশাহী ১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেন মাহি। সে অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাহি। তার আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন ওমর ফারুক চৌধুরী।
মনোনয়ন জমা দিয়ে মাহি বলেন, ‘আমাকে স্বতন্ত্র প্রার্থী বললে আমার কষ্ট লাগে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচন না করে তাই নির্বাচনে অংশগ্রহণ করছি।’
ডলি সায়ন্তনী
নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই দল থেকেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ডলি সায়ন্তনী বলেন, ‘বিএনএম থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব করা হয়। এরপর চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো। আমার এলাকার উন্নয়নে কাজ করব।’ পাবনা-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমেদ ফিরোজ কবির।
নকুল কুমার বিশ্বাস
কয়েক মাস আগে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন। এর পর জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রতীক গামছা নিয়ে নির্বাচন করবেন তিনি।