ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শাকিবের ‘দরদ’ সিনেমা কবে মুক্তি পাবে, জানালেন নির্মাতা

শাকিবের ‘দরদ’ সিনেমা কবে মুক্তি পাবে, জানালেন নির্মাতা

শাকিব খান ও সোনাল চৌহান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:০৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:৫৩

আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘দরদ’। সিনেমাটির শুটিং শুরুর আগেই এ ঘোষণা দিয়েছিলেন এর নির্মাতা অনন্য মামুন। 
গতমাসে ভারতের বেনারসে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করে গত মাসে ঢাকায় ফিরছেন শাকিব খান ও নির্মাতা অনন্য মামুন।

কথা ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং হবে। কিন্তু সেটা আর হয়নি। ফলে সিনেমাটির নির্ধারিত তারিখে মুক্তি নিয়ে সঙ্কা তৈরি হয়েছে। এর পরিস্থিতিতে মামুন জানালেন, নতুন বছরের ফেব্রুয়ারি মাসেরই মুক্তি পাবে ‘দরদ’। 

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে মামুন বলেন, “দরদ সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করে ‘দরদ’ এর শুটিং বন্ধ হয়ে গেলো নাকি! তাই সিনেমার আপডেট দিতে লাইভে এসেছি।

ডিসেম্বর মাসেই দরদের বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে। আর সিনেমাটি আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই।”

তিনি আরও জানান, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে।

এটা আমার আর শাকিব খানের প্ল্যানিং। দরদ একটা প্রপার বলিউড ছবি হতে যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে।’ অনন্য মামুন বলেন, ‘দরদ এতো সহজ প্রজেক্ট না। এটি দশ কোটি টাকার প্রজেক্ট।

whatsapp follow image

আরও পড়ুন

×