অতিথি বিচারক কণ্ঠশিল্পী মেহরীন
মেহরীন। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:৩৩
বিভিন্ন ধরনের গায়কী দিয়ে সবসময়ই শ্রোতার খুব কাছে থাকেন পপশিল্পী মেহরীন। গানের বাইরে নানা সমাজসেবামূলক কার্যক্রম ও রিয়েলিটি শোর বিচারক হিসেবেও পাওয়া যায় তাঁকে।
‘প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দি নয়’ স্লোগানে আরটিভিতে শুরু হতে যাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি অদম্য সুর’। এতে অতিথি বিচারক থাকবেন এইসংগীততারকা।সম্প্রতি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি।
মেহরীন বলেন,‘অদম্য সুর’ অনুষ্ঠানের আইডিয়াআমার ভালো লেগেছে। সাধারণ মানুষ যে জায়গায় যেতে পারে না, নানা সীমাবদ্ধতা নিয়ে প্রতিবন্ধী মানুষগুলোনিজস্ব উদ্দীপনায় মনোবল দিয়ে সে প্রতিবন্ধকতাপার করছে। রিয়েলিটি শোতে এসে এটিই দেখেছি। এরকম মানুষকে সামনে আনা জরুরি। তাদের শক্তিকে সাধুবাদ জানাই।