‘পুষ্পা ২’ শেষ হয়েও হইলো না শেষ!
আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:৩৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:৪৭
ভারতজুড়ে ২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। ছবিটি চলতি বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ঝুলিতে। প্রথম কিস্তি সাফল্যের পর গত বছরের মাঝে শুরু হয়েছিল দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’ শুটিং। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। এরই মধ্যে বাধল বিপত্তি। শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছেন আল্লু। তাতেই সিনেমার শুটিং বন্ধ রাখতে বাধ্য হলেন পরিচালক।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট লাগে তার। চিকিৎসক জানিয়েছেন, তাকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। সেই কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।
‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।