বলিউড তারকা কারিনা কাপুর খানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে  ‘প্রেগনেন্সি বাইবেল’ নামে তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। এই বইটি প্রকাশের পরই বিপাকে পড়েছেন তিনি। 

খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠন এ অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেছে। কারিনার লেখা বইটির শিরোনাম নিয়ে আপত্তি জানিয়েছে তারা।

সূত্র জানিয়েছে, ভারতের আলফা ওমেগা ক্রিশ্চিয়ান মহাসংঘের প্রেসিডেন্ট আশিষ শিন্ডে ভারতের মহারাষ্ট্রের বিড শহরের শিবাজি নগর থানায় কারিনাসহ দুজনের নামে অভিযোগ করেছেন। অভিযুক্ত আরেকজন কারিনার সহলেখক অদিতি শাহ ভিমযানি। 

অভিযোগে বলা হয়, পবিত্র বাইবেল শব্দটি বইয়ের নাম হিসেবে ব্যবহার করে খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মামলা নেয়নি। 

এক বিবৃতিতে শিবাজি নগর থানার দায়িত্বরত পরিদর্শক সৈনাথ থমরে বলেন, আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু মামলা গ্রহণ করিনি। কারণ, বইটি আমাদের শহর থেকে প্রকাশিত হয়নি। আমি বরং অভিযোগকারীকে মামলাটি মুম্বাই গিয়ে করার পরামর্শ দিয়েছি।’

গত ৯ জুলাই এই বই প্রকাশ করেন কারিনা কাপুর। এই সৃষ্টিকে তৃতীয় সন্তান আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছর ফেব্রুয়ারিতেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস