সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বাংলা ছবির অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তকে নিয়ে চর্চা চলছেই। প্রতিনিয়ত তাদের সংবাদমাধ্যমে একের পর এক খবর বের হচ্ছে। এবার প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় কথোপকথন শুরু করলেন যশ-নুসরত। 

বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন যশ। ক্যাপশনে লেখেন, ‘সবচেয়ে বড় জ্ঞান হলো এটা জানা যে তুমি কিছু জানো না।’ যশের এই ছবিতে কমেন্ট করেছেন নুসরাত জাহান। লিখেছেন, ‘তোমার সঙ্গে শতভাগ একমত।’ এরপর নুসরাতকে রিপ্লাই দিয়ে যশ লেখেন, ‘আমাকে বলো।’ 

তার মন্তব্যের পাশে হাসির চিহ্ন দিলেন অভিনেতা। তাদের এই কথোপকথন মুহূর্তেই ট্রলের মুখে পড়ে। নেটিজেনরা রিপ্লাইয়ে গিয়ে যাচ্ছেতাই মন্তব্য করতে থাকেন।

তাদের এহেন কর্মকাণ্ডে এক বেরসিক ভক্ত তো এমনও লিখেছেন, ‘আপনাদের ব্যাপারে আমরা কিন্তু সব জানি!’ যেন যশের লেখার পরিপ্রেক্ষিতেই এ উত্তর। কেউ কেউ আবার এক কদম এগিয়ে, শিল্পীদ্বয়কে বললেন ‘নির্লজ্জ’। আগে নুসরাত আর যশ ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেছেন। যখন নুসরাত আর যশের প্রেম নিয়ে সমালোচনা চলছে, তখনই নিজেদের একটি রোমান্টিক ছবি পোস্ট করে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘লোকে তো কথা বলবেই।’

শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। তার বেবি বাম্পের ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সেই সন্তানের বাবা কে, এখনো প্রকাশ করেননি নুসরাত। অনেকে ধারণা করে এমনটাও বলছেন, সন্তানটির বাবা নুসরাতের বর্তমান প্রেমিক যশ। এ জন্য তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন যশ। 

এর আগে একে অপরের তোলা ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যশ এবং নুসরাত। একই জায়গার ছবি পোস্ট করেছেন একই সময়ে। কিন্তু একে অপরের সঙ্গে ছবি দেননি কোনও তারকাই। নেটমাধ্যমে কারও ছবির মন্তব্য বাক্সেও কেউ কথা বলেননি। কিন্তু এ বার নেটিজেনদের নতুন চমক দিয়ে তাদের দুজনের সম্পর্কের গুঞ্জন আরো জোরালো করলেন তারা। সূত্র: আনন্দবাজার