শেষ দিনে পা দিল কান চলচ্চিত্র উৎসব। আগামীকাল থেকে কানের থিয়েটারগুলোর সামনে আর কোনো দর্শনার্থীর লাইন দেখা যাবে না। লালগালিচায় অথবা ফটোকলে আলোকচিত্রীদের উদ্দেশে হাসিমুখে পোজ দেবেন না কোনো অভিনেতা-অভিনেত্রী। রঙিন পর্দার যে ঘোর নিয়ে চলচ্চিত্রপ্রেমীরা কানের অলিগলিতে, মাচি সৈকতে হেঁটে বেড়ান, শেষ দিনটায় এসে তা অনেকখানি ফিকে হয়ে পড়ে। এই সময়টায় কানে অংশগ্রহণকারী প্রায় সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। সেইসঙ্গে একটা চাপা উত্তেজনাও কাজ করে সবার ভেতরে। আজ রাতেই জানা যাবে 'স্বর্ণ পাম' বিজয়ীর নাম। মূল প্রতিযোগিতার ২৪টি সিনেমা থেকে যে কোনো একটিকে বাছাই করা হবে। চলতি বছর বাছাইয়ের কাজে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি। তার সঙ্গে আছেন- সেনেগালিজ-ফরাসি পরিচালক মাতি দিওপ, কানাডিয়ান-ফরাসি সংগীতশিল্পী মিলেন ফারমা, আমেরিকান অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনা, ফরাসি অভিনেত্রী মেলানি ল্যঁহো, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলিও, ফরাসি অভিনেতা তাহের রহিম এবং দক্ষিণ কোরিয়ার অভিনেতা সঙ কাঙ-হো।

তবে এ বছর কান উৎসব নিয়ে বাংলাদেশিদের প্রচণ্ড উৎসাহ ছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'  সিনেমাটিকে ঘিরে। আ সাঁর্তে রিঁগা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এ সিনেমাটি। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দেবুসি থিয়েটারে এই বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রদর্শনীর সময় দেশ-বিদেশের চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। আ সাঁর্তে রিঁগা বিভাগে গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে রাশিয়ার সিনেমা 'আনক্লেঞ্চিং দ্য ফিস্ট'। এটি পরিচালনা করেছেন কিরা কোভালেংকো। এ ছাড়া জুরি প্রাইজ পেয়েছে সেবাস্তিয়ান মাইজের 'গ্রেট ফ্রিডম' (অস্ট্রিয়া), অ্যানসাম্বেল প্রাইজ পেয়েছে হাফসিয়া হেরজির 'বন মেরে' (ফ্রান্স), প্রাইজ অব কারেজ জিতে নিয়েছে রোমানিয়া-বেলজিয়ামের যৌথ প্রযোজনার সিনেমা তিওডোরা আনা মিহাই পরিচালিত 'লা সিভিল', প্রাইজ অব অরিজিনালিটি পেয়েছে ভদ্মাদিমির জোহানসনের সিনেমা 'ল্যাম্ব' এবং স্পেশাল মেনশন জুটেছে তাতিয়ানা হিউজুর 'প্রেয়ারস ফর দ্য স্টোলেন' সিনেমাটির ভাগ্যে।

গতকাল কান উৎসবের অন্যতম মধুর দৃশ্য ছিল যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী শ্যারন স্টোনের আনন্দের কান্না। উৎসব আয়োজকদের মাধ্যমে 'কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস' সম্মানে ভূষিত করা হয় এই বেসিক ইনস্টিংক্ট তারকাকে। কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো এবং সভাপতি পিয়েরে লেসকিউর সাইডলাইনে দাঁড়িয়ে সবুজ রঙের 'রিবন বার অব অর্ডার' শ্যারনের হাতে তুলে দেন। অসামান্য এই সম্মাননা পাওয়ার পর ক্যামেরার সামনেই আনন্দে কেঁদে ফেলেন শ্যারন স্টোন। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯৬০ সাল থেকে প্রতি বছর শিল্পকলা ও সাহিত্য-সংস্কৃতিতে অভূতপূর্ব অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার মূল প্রতিযোগিতা বিভাগে থাকা 'দ্য স্টোরি অব মাই ওয়াইফ' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরুর আগে লালগালিচায় হাঁটেন শ্যারন স্টোন। রংবেরঙের ফুলে সাজানো কাঁধখোলা নীল গাউনে একেবারে ঝলমল করছিলেন ৬৩ বছর বয়সী এই অভিনেত্রী। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার আগে দূরে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দর্শকদের উদ্দেশে যেভাবে হাত নাড়লেন, তা বহুদিন আরও কত পুরুষের রাতের ঘুম হারাম করে দেবে সেটা বলাই বাহুল্য।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েলে সিনেফঁদাসো বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই বিভাগে মূলত শিক্ষার্থী নির্মাতাদের কাজকে মূল্যায়ন করা হয়। কানের ৭৪তম আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের এক হাজার ৮৩৫টি ছবি জমা পড়েছিল। সেগুলোর মধ্য থেকে ১৭টি ছবি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। তৃতীয় হিসেবে দু'জনকে নির্বাচিত করার মাধ্যমে এই বিভাগে মোট চারজনকে পুরস্কৃত করা হয়েছে। বেলজিয়ামের তিও দিগেন 'দ্য সালামান্দার চাইল্ড' সিনেমার জন্য প্রথম পুরস্কার, দক্ষিণ কোরিয়ার ইয়ুন থাওন 'সিকাডা' সিনেমার জন্য দ্বিতীয় পুরস্কার এবং রোমানিয়ার কারিনা-গ্যাব্রিয়েলা দাসোভেনু 'লাভ স্টোরিস অন দ্য মুভ' ও ব্রাজিলের রদ্রিগো রিবেইরো 'কান্তারেইরা' সিনেমার জন্য যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন।

গতকালও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতার দুটি সিনেমা প্রদর্শিত হয়েছে। প্রথমটি ছিল- অস্ট্রেলিয়ার পরিচালক জাস্টিন কুরজেলের সিনেমা 'নিত্রম'। অস্ট্রেলিয়ার শহরতলির যুবক নিত্রমকে নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। বড় হওয়ার পর নিত্রম জানতে পারে, উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পত্তিতে আরেকজনের ভাগ রয়েছে। ঘটনার আকস্মিকতায় অনুভূতির বিভিন্ন বেড়াজালে আটকে যায় নিত্রম। দিনের অন্য সিনেমাটি ছিল বেলজিয়ামের পরিচালক জোয়াকিম লাফোসের 'দ্য রেস্টলেস'। এই সিনেমার মূল চরিত্রে আছে লেইলা ও ডেমিয়েন নামে এক দম্পতি। স্বামী-স্ত্রী দুজনেই তাদের ইচ্ছার বিরুদ্ধে সংসার টিকিয়ে রাখে। তারা দুজনেই জানে এই সংসারে তাদের প্রত্যাশার কিছু নেই। তারপরও অদ্ভুত এক টানাপোড়েনের ভেতর দিয়ে এগিয়ে চলে তাদের সংসার জীবন।

পুরস্কার ঘোষণার দিন হওয়ায় আ সাঁর্তে রিঁগা বিভাগে গতকাল নতুন কোনো সিনেমার প্রদর্শনী ছিল না। তবে বৃহস্পতিবার প্রিমিয়ার হওয়ার পর গতকালও এই বিভাগের সিনেমা মেক্সিকোর 'প্রেয়ারস ফর দ্য স্টোলেন' দুইবার দেখানো হয়েছে।