বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান। উৎসবের এবারের ৭৪ তম আয়োজনে ফরাসি সম্মাননা পেয়েছেন অভিনেত্রী উৎসবে শ্যারন স্টোন। ফ্রান্স সরকারের কমান্ডারস অব দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লেটারসে ভূষিত হয়েছেন ৬৩ বছর বয়সী এই অভিনেত্রী।  

১৯৫৭ সালের ২ মে পুরস্কারটি চালু করেন ফ্রান্সের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী অন্দ্রে মালরো। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা খ্যাতিমান ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়। এর আগে খেতাবটি পেয়েছেন বব ডিলান, ক্লিন্ট ইস্টউড, মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডেভিড বোওয়ি প্রমুখ।

এবারের আসরে  এ সম্মাননা পাওয়ার পর ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’ ছবির প্রচারে কানসৈকতে আসা অভিনেতা বিল মারে অভিনন্দন জানান শ্যারন স্টোনকে। ২০০৫ সালে জিম জারমাশের ‘ব্রোকেন ফ্লাওয়ার্স’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। 

শুক্রবার রাতে কানের কাছে অন্তিবে এইডস গবেষণায় সহায়তা প্রদানে জমকালো আমফার গালা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শ্যারন স্টোন। তার সঙ্গে ছিলো ২১ বছরের ছেলে রোয়ান। শ্যারন স্টোনের আরও দুই ছেলে আছে। তারা হলো ১৬ বছরের লেয়ার্ড ও ১৫ বছরের কুইন। চিত্রনাট্যকার মাইকেল গ্রিনবুর্গের সঙ্গে ১৯৮৪ থেকে ১৯৮৭ এবং সংবাদপত্রের সম্পাদক ফিল ব্রনস্টেইনের সঙ্গে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত সংসার করেছেন তিনি।