- বিনোদন
- জাহিদ মোহাম্মাদের 'সেই মানুষ, নেই মানুষ'
জাহিদ মোহাম্মাদের 'সেই মানুষ, নেই মানুষ'

ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে তরুণ কণ্ঠশিল্পী জাহিদ মোহাম্মাদের নতুন গান 'সেই মানুষ, নেই মানুষ'। 'সেই মানুষ, নেই মানুষ/যেই মানুষ, খুঁজে চলি আমি- এ রকম কথার গানটি লেখার পাশাপাশি সুর করেছেন মিল্টন খন্দকার। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গত শুক্রবার 'জাহিদ মোহাম্মাদ মিউজিক গ্যালারি' ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওর নির্দেশনা দিয়েছেন নুরুল ইসলাম নুরু।
গান প্রসঙ্গে জাহিদ মোহাম্মাদ বলেন, 'সেই মানুষ, নেই মানুষ' গানের কথা ও সুর অসাধারণ। ভিডিওতে নতুনত্ব রয়েছে। মানুষের মানবতা, মনুষত্ববোধ ও নৈতিকতা নিয়ে এ গানটি অনেক যত্ন করে লিখেছেন মিল্টন খন্দকার। এর আগে তার কথা ও সুরে 'আজও তোমার আশায় বেঁচে আছি' গানটিতে বেশ সাড়া পেয়েছি। আশা করছি, গানটিও শ্রোতাদের ভালো লাগবে। চলতি বছরের শুরুতে মিল্টন খন্দকারের কথা ও সুরে প্রকাশ হয় তার প্রথম মৌলিক গান 'আজও তোমার আশায় বেঁচে আছি।' গানটি প্রকাশ হয়েছে 'মিল্টন খন্দকার মিউজিক ফ্যাক্টরি' ইউটিউব চ্যানেলে। এরপর প্রকাশ হয় তার আরও একটি মৌলিক গান- দু'দিনের খেলাঘরে। প্রকাশের অপেক্ষায় আছে 'দুনিয়াটা পাপের বাজার', 'জামগাছে জাম ধরে' গানগুলো।
জাহিদ মোহাম্মাদ পেশায় একজন সরকারি কর্মকর্তা। ভালোবাসার টানেই গানের সঙ্গে তার সখ্যতা। সংগীত জীবনের হাতেখড়ি 'তনুশ্রী সংগীত নিকেতন' থেকে। এরপর একে একে তালিম নেন মায়া ভৌমিক, মিলু ঠাকুর, দীপক শীল, ভরত বিশ্বাস, সাইফুল ইসলাম রুমী, রিচার্ড কিশোর ও আশিক দেওয়ানের মতো সংগীতজ্ঞের কাছে। জাহিদ মোহাম্মাদ আরও বলেন, 'রেডিও শুনে শুনে বড় হয়েছি, সেই থেকে সংগীতের সঙ্গে প্রেম, ভালোবাসা ও চর্চা। রেডিওতে শোনা সেইসব আধুনিক, লোকগান কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শ্রোতাদের জন্য নিজের মৌলিক গানের পাশাপাশি লোকগানও করার ইচ্ছা রয়েছে। গানই আমার ধ্যানজ্ঞান। গান দিয়েই শ্রোতার হৃদয় জয় করতে চাই।
মন্তব্য করুন