প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের শারিরীক অবস্থা উন্নতি হয়েছে। শনিবার সন্ধ্যায় তার ছেলে মাশুক আলমগীর সমকালকে এ তথ্য জানিয়েছেন।  মাশুক বলেন, 'বাবার শারিরীক অবস্থা এখন ভালোর দিকে। সবাই বাবার জন্য দোয়া করবেন।'

করোনায়আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি। 

চিকিৎসকের বরাত দিয়ে ছেলে মাশুক জানান, শুক্রবার বাবার শারীরিক অবস্থা যেমন ছিলো তার চেয়ে আজ বেটার। বাবার জন্য প্লাজমা দরকার ছিলো। সেটা যথা সময়ে পেয়েছি আমরা। এখন প্লাজমা দেওয়ার প্রস্তুতি চলছে।  ডাক্তার বলছেন তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে। বাবা নিজেই হাঁটাচলা করতে পারছেন। পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন তিনি। তবে বাবাকে সার্বক্ষনিক অক্সিজেন দেওয়অ হচ্ছে। অক্সিজেন খুললে নিলে একটু সমস্যা হচ্ছে।'

শুক্রবার ফকীর আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কঠিন সময়ে এমন গুজব না ছড়ানোর অনুোধ জানিয়েছেন তার ছেলে। মাশুক বলেন ‘বাবাকে দেখছি অনেক শক্ত মনোবলের। তার শারীরিক ও মানসিক শক্তি দেখে অবাক হচ্ছি। বাবা ভালো আছেন। সবাইকে অনুরোধ করছি মিথ্যা কিছু ছড়াবেন না, গুজব ছড়াবেন না।’

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে সংগীতে একুশে পদক পান তিনি।