চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার কুমিল্লার লাকসাম থানার বাউরতলা এলাকা থেকে ঢাকা মহানগরের রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার গৃহকর্মীর নাম মোছা. নুপুর আক্তার। তার বিরুদ্দে রামপুরা থানায় একটি মামলা রয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, নুপুরের কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত ২৩ জুলাই রমনার একটি বাসা থেকে এসব চুরি করে পালিয়েছিল ওই গৃহকর্মী। 

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, গৃহকর্মী নিয়োগে সবাইকে সতর্ক থাকতে হবে। গৃহকর্মীদের স্থায়ী-অস্থায়ী ঠিকানাসহ ছবি স্থানীয় থানায় দিতে হবে বাসার মালিকদের।


বিষয় : গৃহকর্মী গ্রেপ্তার গৃহকর্মীর নামে মামলা রমনায় বাসায় চুরি

মন্তব্য করুন