- বিনোদন
- আসছে 'মারীচ'
আসছে 'মারীচ'

'সন্ধ্যে নামার আগে','আবার জন্ম নেব'-এর মতো জনপ্রিয় গানগুলোর পর ইউসূফ সাকি ব্যানার্জী পশ্চিমবঙ্গের বাংলা রক লিজেন্ডদের নিয়ে তৈরি করেছেন এক সুপারগ্রুপ। ক্যাকটাসের সাবেক গীতিকার, সুরকার ও গায়ক সাকি ছাড়াও গ্রুপটিতে আছেন মহীনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে লক্ষ্মীছাড়ার গাবু, ক্যাকটাসের বুটি, কেন্দ্রাকার বাম্পী এবং সিক্সথভেদার শুভ্র।
তাদের প্রথম অ্যালবামটির নাম 'মারীচ'। অ্যালবামটিতে আছে চারটি গান। প্রথম গান 'kneel down' আসছে ১০ আগস্ট, ইউসূফ সাকি ব্যানার্জীর ইউটিউব চ্যানেলে। অ্যালবামটির প্রযোজনা করছেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক এশা ইউসূফ।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং সাবাবা বিল্লাহ্। অ্যালবামটির প্রথম গান 'kneel down' এডিট করছেন 'বউ ডায়েরিজ'-এর ডিরেক্টর সামীর আহমেদ। অ্যালবামটিতে গানগুলো হলো-'kneel down', 'পারভিন সুলতানা','আত্মহত্যার গান' এবং 'মারীচ'।
অ্যালবামটির বিষয়ে প্রযোজক এশা ইউসূফ বলেন, 'এই অশান্ত সময়ে দাঁড়িয়ে মারীচ হচ্ছে একটি অশান্তির অ্যালবাম।'
মন্তব্য করুন