- বিনোদন
- আমাদের সাধারণ জীবন যাপন শেখানো হয়েছে: শম্পা রেজা
আমাদের সাধারণ জীবন যাপন শেখানো হয়েছে: শম্পা রেজা

অভিনেত্রী শম্পা রেজা
শম্পা রেজা। অভিনেত্রী, উপস্থাপক ও কণ্ঠশিল্পী। বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক 'জমিদার বাড়ী'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
অভিনয়ে বিরতি ছিল। শুনেছি দেশের বাইরে ছিলেন?
হ্যাঁ, প্রায় সাত মাস লন্ডনে ছিলাম। সম্প্রতি দেশে এসেছি। নাতিকে দেখতে গিয়েছিলাম সেখানে। যখন আমি লন্ডনে যাই, তখন সেখানে লকডাউন ছিল। বাইরে তেমন বের হতে পারিনি। বেড়ানোর সুযোগ পাইনি। অনেক অনলাইন আয়োজনে অংশ নিয়েছি। তবে অনেক সুন্দর সময় কেটেছে। আশপাশে পার্কে অনেকে হেঁটেছি। অনেক বই পড়েছি।
'জমিদার বাড়ী' অন্যান্য নাটক থেকে কতটা আলাদা?
এ সময়ের অন্যান্য নাটকের গল্পের সঙ্গে 'জমিদার বাড়ী'র পার্থক্য কিছুটা হলেও খুঁজে পাওয়া যাবে। নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল চেয়েছেন গল্প উপস্থাপনের ধরনটা যেন সব নাটক থেকে আলাদা হয়। এই নাটকে আমি ৮০ বছরের এক নারীর চরিত্রে অভিনয় করেছি। অভিনয়ের অনেক জায়গা আছে। প্রত্যেক অভিনয়শিল্পীই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন...
'আমার গান' অনুষ্ঠানটিই এখন নিয়মিত করছি। মাইটিভিতে এটি প্রচার হচ্ছে। করোনার কারণে কয়েক মাস এর প্রচার বন্ধ ছিল। নিজেও গানের মানুষ। যেজন্য গানের মানুষদের সঙ্গে মিশতে, তাদের সম্পর্কে জানতে ভালো লাগে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।
গান নিয়ে কিছু ভাবছেন?
দুই দশক আগে একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। এরপর অভিনয় ব্যস্ততায় নতুন গান প্রকাশ করা হয়ে ওঠেনি। তবে সাধনা কখনোই ছাড়িনি। নিয়মিত গানের চর্চা করছি। দুই দশকে অসংখ্য গান জমা হয়েছে। সেগুলো থেকে বাছাই করে কয়েকটি গান প্রকাশের ইচ্ছা রয়েছে। তবে কবে প্রকাশ করতে পারব তা এখনই বলতে পারছি না।
'পদ্মাপুরাণ' ছবিটি নিয়ে কতটা আশাবাদী?
শুনেছি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। করোনার প্রাদুর্ভাব কমলেই এটি মুক্তি পাবে। যখনই মুক্তি পাক, ছবিটি দর্শকের মনে দাগ কাটবে বলেই আমার বিশ্বাস। কারণ ছবির গল্প, চরিত্র, নির্মাণ- প্রতিটি ধাপে ভিন্নতার ছাপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমায় আমি একজন তৃতীয় লিঙ্গের প্রধানের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।
দীর্ঘ ক্যারিয়ার জীবনের পেছনে ফিরে তাকালে কী দেখতে পান?
আমি পেছনে খুব একটা তাকাই না। আনন্দ নিয়েই প্রতিমূহূর্ত বাঁচি। জীবনযাপনেও আনন্দ আছে। আমি সুন্দর একটি জীবন পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মা-বাবা ও গুরুদের শিক্ষায় বিশ্বাস রয়েছে। আমাদের শেখানো হয়েছে সাধারণ জীবন যাপনের। খুব স্বল্পতার মধ্যে জীবনযাপন এবং উচ্চতর চিন্তার দিকে ধাবিত হতে চেষ্টা করেছি সবসময়। এটাই জীবনের মর্ম।
মন্তব্য করুন