বলিউডের তারকাদের ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে তাদের নানান তথ্য জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন ভক্তরা। এর পাশাপাাশি তারকাদের দেহরক্ষীরাও আলোচনায় আসেন। এবার দেহরক্ষীর ফের বেতন বাড়িয়ে আলোচনায় এলেন ‘পদ্মাবত’ খ্যাত  দীপিকা পাডুকোন।

জনসমক্ষে প্রিয় তারকাকে পেলেই সবাই ছেঁকে ধরে। এ জন্য প্রায় সব তারকাই একজন দেহরক্ষীকে সঙ্গে রাখেন, যারা কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পারেন। তেমনি দীপিকাও রেখেছেন তার একজন দেহরক্ষী। এবার সামনে এলো  দীপিকা পাড়ুকোনের দেহরক্ষীর বার্ষিক আয়ের হিসাব। 

জানা গেছে. ২০১৭ সালে তার বার্ষিক আয় ছিল ৮০ লাখ রুপি। তবে সম্প্রতি তার বেতন আবারো বেড়েছে। ২০২১ এসে দীপিকার দেহরক্ষী জালালউদ্দিন শেখের আয় প্রায় কোটি ছুঁই ছুঁই। যা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই।

তবে দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং জুটি প্রায়ই আলোচনায় থাকেন।এমনিতেই দীপিকা এখন শুধু বলিউ তারকা নন একইসঙ্গে কাজ করছেন হলিউডেও। মেট গালার মতো আর্ন্তজাতিক মঞ্চে তার আনাগোনা রয়েছে। স্বাভাবিকভাবেই এই হাই প্রোফাইল তারকার দেহরক্ষীর বেতনও যে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া